ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সোনারগাঁও থেকে ২৫ হাজার ৪শ’ পিস ইয়াবা উদ্ধার

প্রকাশিত: ২১:০৭, ৫ আগস্ট ২০২০

সোনারগাঁও থেকে ২৫ হাজার ৪শ’ পিস ইয়াবা উদ্ধার

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে একটি মাইক্রোবাস থেকে ২৫ হাজার ৪শ’ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-১১’র সদস্যরা। এ সময় ইয়াবা পাচারের অভিযোগে তিন নারীসহ ৫ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার বেলা ২টায় অভিযান চালিতে ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে বুধবার সন্ধ্যায় র‌্যাব-১১’র অধিনায়ক (সিও) লেঃ কর্ণেল খন্দকার সাইফুল আলমের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলো- মোঃ রাজু (৪২), হায়দার (২৮), মোছাঃ কল্পনা (২৭), মাহমুদা আক্তার রেশমা (২২) ও একজন অপ্রাপ্ত বয়সী নারী। এ সময় মাদক ব্যবসার কাজে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১’র অধিনায়ক আরো জানান, গ্রেফতারকৃত মাদক কারবারি মোঃ রাজু’র বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরের লতিফপুর এলাকায় ও হায়দারে’র বাড়ি মাদারীপুরের সদর থানার মিলারচর এলাকায়। এছাড়া গ্রেফতারকৃত তিন নারীর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবার আকসিনা এলাকায়। তিনি আরো জানান, গ্রফতারকৃতদেরকে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায় গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে মাইক্রোবাসে বিভিন্ন আনন্দ ভ্রমনের নামে যাত্রী পরিবহনের আড়ালে অভিনব কায়দায় ইয়াবা কক্সবাজার থেকে এনে নারায়ণগঞ্জ, নরসিংদী, ঢাকা ও এর আশপাশের এলাকায় সরবরাহ করে আসছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান ।
×