ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হাতিয়ায় মাছধরা ট্রলার ডুবি এক জেলের মৃত দেহ উদ্ধার

প্রকাশিত: ১৮:৩০, ৫ আগস্ট ২০২০

হাতিয়ায় মাছধরা ট্রলার ডুবি এক জেলের মৃত দেহ উদ্ধার

নিজস্বসংবাদদাতা, হাতিয়া ॥ লুঘুচাপে দূর্যোগপূর্ন আবহাওয়ায় উল্টেগিয়ে একটি মছধরা ট্রলার ডুবে যায়। এতে ১৮ মাঝিমাল্লা জিবিত উদ্ধার হলেও মাইন উদ্দিন (৩৮) নামে একজনকে মৃত উদ্ধার করা হয়। বুধবার বিকালে ঘটনাটি ঘটে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার বুড়িরচর ইউনিয়নের ধানারদোল ঘাটের সন্নিকটে মেঘনা নদীতে। জানাযায়, এমভি মাফুজ আলম নামে ট্ররলাটি ইলিশ শিকারের জন্য গভীর সমুদ্রে যায়। বুধবার সকাল থেকে হঠাৎ দূর্যোগপূর্ন আবহাওয়া বিরাজ করায় ট্রলারটি ঘাটে চলে আসে। কিন্তু ট্রলারটি ঘাটে পৌছার আগেই হঠাৎ উল্টে যায়। এতে সকল মাঝি মাল্লা সাঁতরিয়ে তীরে উঠে যায়। পরে অন্য ট্রলারে স্থানীয় লোকজন গিয়ে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করলে ইন্জিন রুমের মধ্যে নিহত জেলে মাইন উদ্দিনের লাশ পাওয়ায় যায়। মাইন উদ্দিন হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মো: নুরুর ছেলে। এব্যাপারে জাহাজমারা ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট মাছুম বিল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যেহেতু এটি একটি দূর্ঘটনা প্রশাসনের সাথে আলাপ করে লাশ দাপনের প্রক্রিয়া করা হচ্ছে।
×