ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

কটূক্তির অভিযোগে গ্রেফতার সেই শিক্ষিকার জামিন

প্রকাশিত: ১৭:৩৩, ৫ আগস্ট ২০২০

কটূক্তির অভিযোগে গ্রেফতার সেই শিক্ষিকার জামিন

অনলাইন রিপোর্টার ॥ প্রয়াত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে গ্রেফতার হওয়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাময়িক বহিষ্কৃত শিক্ষিকা সিরাজুম মুনিরা হাইকোর্টে জামিন পেয়েছেন। তিনি আইসিটি আইনে করা একটি মামলায় গ্রেফতার ছিলেন। আজ বুধবার (৫ আগস্ট) বিচারপতি এফআরএম নাজমুল আহাসানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ সিরাজুম মুনিরার জামিন আদেশ দেন। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহাঙ্গির আলম। এর আগে গত ১৩ জুন লাইফ সাপোর্টে থাকা মোহাম্মদ নাসিম মারা যান। পরে নাসিমের মৃত্যু নিয়ে বেরোবি’র বাংলা বিভাগের প্রভাষক সিরাজুম মুনিরা নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে কটূক্তি করে স্ট্যাটাস দেন বলে অভিযোগ ওঠে। স্ট্যাটাস দেওয়ার কিছুক্ষণ পরেই তিনি তা ডিলিট করেন তিনি। তবে ডিলেট করার পূর্বেই তার দেওয়া পোস্টের স্ক্রিনশট ছড়িয়ে পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর তার বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের গত ১৪ জুন মামলা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপর একইদিন রাত ১২টায় তাকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন সর্দারপাড়া থেকে গ্রেফতার করে পুলিশ। পরে আদালত রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এদিকে গত ১৭ জুন তাকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপর গত ২৩ জুলাই তিনি জামিন চেয়ে হাইকোর্টে আবেদন জানালে আজ তা মঞ্জুর করেন হাইকোর্ট।
×