ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গাজীপুরে ব্যাটারি কারখানার গুদামে অগ্নিকান্ড

প্রকাশিত: ০০:৫৬, ৫ আগস্ট ২০২০

গাজীপুরে ব্যাটারি কারখানার গুদামে অগ্নিকান্ড

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে ব্যাটারি তৈরির একটি চীনা কারখানার গুদামে মঙ্গলবার রাতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় একঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়েছে। কাশিমপুর মিনি ফায়ার স্টেশনের ওয়্যার হাউস ইন্সপেক্টর মোঃ মিরাজুল ইসলাম জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের জরুন এলাকাস্থিত ডং অও লিমিটেড নামের ব্যাটারি তৈরির একটি চীনা কারখানার গুদামে মঙ্গলবার রাত ৮টার দিকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কারখানার কর্মী ও স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কাশিমপুর মিনি ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। তারা প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হন। আগুনে গুদামে রাখা ব্যাটারির কেসিং ও কার্টনসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে ও ক্ষয়ক্ষতি হয়েছে। এতে কেউ হতাহত হয়নি। তাৎক্ষণিকভাবে অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়েছে।
×