ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সুচিকিৎসা পাচ্ছেন না খালেদা ॥ ফখরুল

প্রকাশিত: ০০:৫৩, ৫ আগস্ট ২০২০

সুচিকিৎসা পাচ্ছেন না খালেদা ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ জামিনে মুক্ত থাকলেও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া এখন সুচিকিৎসা পাচ্ছেন না বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঈদের দিন দুপুরে শেরেবাংলানগরে জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। কেন খালেদা জিয়া সুচিকিৎসা পাচ্ছেন না এমন এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, এই মুহূর্তে দেশের হাসপাতালগুলোতে যাওয়া যাচ্ছে না। আর বিদেশে চিকিৎসা নেয়ার মতো কোন সুযোগও তিনি পাচ্ছেন না। ফলে সুচিকিৎসা না পাওয়ায় বাস্তবিক অর্থে তার স্বাস্থ্যের যে উন্নতি হওয়ার কথা ছিল তা হচ্ছে না। বিদেশে চিকিৎসা নেয়ার সুযোগ পেলে বিদেশে নিয়ে খালেদা জিয়ার চিকিৎসা করবেন কিনা এমন আরেক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব কোন জবাব দেননি। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু প্রমুখ। খালেদার সঙ্গে দলের স্থায়ী কমিটির নেতাদের সাক্ষাত ॥ ১ আগস্ট ঈদের দিন রাতে গুলশানের বাসা ফিরোজায় গিয়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করেন দলের স্থায়ী কমিটির সদস্যরা। রাত সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত খালেদা জিয়ার সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন তারা। খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাসার বাইরে অপেক্ষমাণ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, তিনি দলের নেতাকর্মীদের বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। বিদেশে চিকিৎসার জন্য আবেদন করবেন খালেদা- ব্যারিস্টার মাহবুব ॥ বিদেশে চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া আবেদন করবেন বলে জানিয়েছেন তার আইনজীবী ও বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। ২ আগস্ট রাতে গুলশানের বাসায় গিয়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। ব্যারিস্টার খোকন বলেন, হাঁটুর চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে যেতে হবে। তাই যথা সময়ে সরকারের কাছে তার বিদেশে চিকিৎসার জন্য আবেদন করা হবে।
×