ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

করোনাকালের শিশুরা

প্রকাশিত: ২২:২৭, ৫ আগস্ট ২০২০

করোনাকালের শিশুরা

* যে কোন কঠিন সময়ে শিশুদের ভয়, দুশ্চিন্ত, ও মানসিক চাপ বেড়ে যায়। এই মহামারীর সময়ে আরও বাড়বে এটাই স্বাভাবিক। * তদুপরি জনসাধারণের চলাচলের উপর সীমাবদ্ধতা আরোপিত হওয়ার কারণে শিশুরা খেলাধুলা ও রিলাক্স তথ্য খোলামেলা চলাচলের কোন সুযোগ পাচ্ছে না। * ঘরের ভেতরে তাই শিশুদের অফুরন্ত প্রাণ শক্তিই রূপান্তরিত হচ্ছে অতিরিক্ত দুষ্টুমি, ভয় ও মাত্রাতিরক্ত স্ট্রেসে। * এ জন্যই শিশুদের এই সময় দরকার হবে অতিরিক্ত ভালবাসা, যত্ন এবং মনোযোগ। * তাদের যতটা পারা যায় রুটিনমাফিক জীবনে নিয়ে আসতে হবে। * গান, গল্পের বই পড়া, ইত্যাদি সৃষ্টিশীল কাজে ব্যস্ত রাখার চেষ্টা করতে হবে। * করোনা সম্পর্কে সম্যকধারণা দিতে হবে তাদের। যেন তারা নিজেদের যত্ন নিজেরা নিতে শিখে। পরিবারের কেউ অসুস্থ হলে তারা যেন নিজের মতো কিছুটা হলেও চলতে পারে। ডাঃ এ টি এম রফিক উজ্জ্বল হলি ফ্যামিলি হাসপাতাল ০১৭১৫২৮৫৫৫৯।
×