ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রী সিনহার মাকে টেলিফোনে সান্ত্বনা দিলেন

প্রকাশিত: ২২:২২, ৫ আগস্ট ২০২০

প্রধানমন্ত্রী সিনহার মাকে টেলিফোনে সান্ত্বনা দিলেন

বিশেষ প্রতিনিধি ॥ পুলিশের গুলিতে নিহত বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের মা নাসিমা আক্তারকে ফোন করে সমবেদনা ও সান্ত¦না জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী এ সময় নিহতের পরিবারকে সুষ্ঠু তদন্ত ও বিচারের আশ্বাস দিয়েছেন। মঙ্গলবার প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রী নিহত সাবেক মেজর সিনহার মাকে ফোন করেন। প্রধানমন্ত্রী তার মাকে সুষ্ঠু তদন্ত ও বিচারের আশ্বাস দিয়েছেন। একইসঙ্গে আর্থিক সহায়তারও আশ্বাস দেন। অন্যদিকে নিহতের পরিবারের খোঁজখবর নেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন নিহত মেজর সিনহার পরিবার। উল্লেখ্য, গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এলাকায় একটি চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। তিনি যশোর ক্যান্টনমেন্ট এলাকার বীর হেমায়েত সড়কের এরশাদ খানের ছেলে। তার নিহতের ঘটনায় গঠিত তদন্ত কমিটি মঙ্গলবার থেকে তদন্ত কাজ শুরু করেছে।
×