ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশসহ ৪ দেশ থেকে জাপানে প্রবেশ কড়াকড়ি

প্রকাশিত: ২২:২১, ৫ আগস্ট ২০২০

বাংলাদেশসহ ৪ দেশ থেকে জাপানে প্রবেশ কড়াকড়ি

জনকণ্ঠ ডেস্ক ॥ করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় বাংলাদেশসহ চারটি দেশ থেকে পুনঃপ্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করেছে জাপান। গত শুক্রবার ওই দেশগুলো থেকে জাপানে পুনঃপ্রবেশকারীদের করোনাভাইরাস-মুক্ত সনদ ও পূর্বানুমতি থাকা বাধ্যতামূলক করা হয়েছে। খবর জাপান টাইমস ও বিডিনিউজের। জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, ফিলিপিন্স ও পেরুর নাগরিকদের জাপানে প্রবেশের ক্ষেত্রে এই কড়া প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। স্থায়ী বাসিন্দা এবং দীর্ঘমেয়াদী ভিসাধারী ব্যক্তি, স্থায়ী বাসিন্দার স্বামী-স্ত্রী বা সন্তান অথবা একই মর্যাদার জাপানী নাগরিকরা এই কড়াকড়ির আওতায় পড়বেন।
×