ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এ্যালিস পেরির কষ্ট

প্রকাশিত: ২১:৪৫, ৫ আগস্ট ২০২০

এ্যালিস পেরির কষ্ট

স্পোর্টস রিপোর্টার ॥ এ্যালিস পেরিকে অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটের সুপারস্টার বললেও কম বলা হবে। দুরন্ত ব্যাটিং-বোলিংয়ে ২৯ বছর বয়সেই নাম লিখিয়েছেন কিংবদন্তিদের কাতারে। তিনিই প্রথম যার নামের পাশে ১ হাজার টি২০ রান এবং ১ শ’র ওপরে উইকেট, এমন রেকর্ড পুরুষ ক্রিকেটেও আর কারও নেই। বর্তমানে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে থাকা পেরি দেশের হয়ে জিতেছেন বিশ্বকাপ। শুধু র‌্যাঙ্কিং নয়, ক্রিকেটের বাইবেলখ্যাত উইজডেন এ্যালমানাকের ২০২০ সালের সংস্করণে মিলেছে আনুষ্ঠানিক স্বীকৃতিও। দ্বিতীয়বারের মতো উইজডেনের লিডিং ক্রিকেটার নির্বাচিত হয়েছে এলিস পেরি। মাঠে এত এত সাফল্য যার সেই তার সংসার জীবন দীর্ঘস্থায়ী হলো না। ২০১৫ সালে পেশাদার রাগবি খেলোয়াড় ম্যাট টমুয়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। পাঁচ বছরের ব্যবধানে ভেঙ্গে গেল সেই সংসার। কিছুদিন ধরেই বনিবনা হচ্ছিল না পেরি ও ম্যাটের। বছরের শুরুতে দুজনে নৈতিক সিদ্ধান্ত নিয়ে ফেলেন বিবাহ বিচ্ছেদের। এর প্রায় পাঁচ মাস পর সমঝোতামূলক বিবৃতির মাধ্যমে মিউচ্যুয়াল ডিভোর্সের খবর নিশ্চিত করেছেন পেরি ও ম্যাট। যেখানে একে অপরের প্রতি পূর্ণ শ্রদ্ধার কথা উল্লেখ করেছেন তারা। মেলবোর্ন রেবেলসের হয়ে পেশাদার রাগবি খেলেন ম্যাট। ২০০৭ সালে ২২ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা পেরির নামের পাশে রয়েছে অনেক অনেক অর্জন আর রেকর্ডের খতিয়ান।
×