ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রধানমন্ত্রীর ছবি বিকৃতি ॥ তিন যুবক আটক

প্রকাশিত: ২০:৪৩, ৫ আগস্ট ২০২০

প্রধানমন্ত্রীর ছবি বিকৃতি ॥ তিন যুবক আটক

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ৪ আগস্ট ॥ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘লাল মিয়া’ ও ‘আমি মুসলিম’ নামের দুটি আইডি থেকে প্রধানমন্ত্রীর ব্যঙ্গ ছবি ও জঙ্গীবাদকে সমর্থন করে বিভিন্ন পোস্ট দিয়ে গুজব ছড়ানোর অভিযোগে ঠাকুরগাঁওয়ে ৩ যুবককে আটক করেছে সদর থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিং এ তথ্য নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার কামাল হোসেন জানান, গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে সোমবার রাত ১টার দিকে পুলিশের একটি দল সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের খামার ভোপলা গ্রামে বিশেষ এক অভিযান চালায়। অভিযানকালে ওই গ্রামের রওশন আলীর ছেলে নাজমুল হোসেন (২৯), আব্দুল গণি মিঞার ছেলে রুবেল রানা ওরফে বাবু (২৫) ও হানিছ মিঞার ছেলে শফিকুল ইসলামকে (২৫) আটক করে। আটককৃৃতরা কয়েক বছর ধরে ফেসবুকে লাল মিঞা ও আমি মুসলিম নামের দুটি আইডি ব্যবহার করে প্রধানমন্ত্রীসহ দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ছবি ব্যঙ্গ করে পোস্ট, জাতীয় সঙ্গীত অবমাননা ও বিভিন্ন জাতীয় বিষয় নিয়ে উস্কানিমূলক নানান অপপ্রচার ও জঙ্গী তৎপরতা চালিয়ে আসছিল।
×