ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চারদিনে ২১ খুন

প্রকাশিত: ২০:৪০, ৫ আগস্ট ২০২০

চারদিনে ২১ খুন

জনকণ্ঠ ডেস্ক ॥ ঈদের ছুটিতে গত চারদিনে দেশের বিভিন্নস্থানে ১৮ জনকে খুন করা হয়েছে। খবর স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতাদের পাঠানো- নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী এলাকায় শুভ মিয়া (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঈদের দিন শনিবার রাত ১১টায় এ ঘটনাটি ঘটে। পুলিশ এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে। শুভ পাঠানটুলীর মোঃ বশির মিয়ার ছেলে। পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, অন্য এলাকা থেকে এক যুবক পাঠানটুলিতে এলে শুভ মিয়ার সঙ্গে তার কথা কাটাকাটি হয়। শুভ তাকে থাপ্পড় দেয়। এ ঘটনায় ওই যুবক তার বন্ধুদের ডেকে পাঠানটুলি বাসস্ট্যান্ডে এনে রাত ১১টার দিকে শুভকে কুপিয়ে গুরুতর আহত করে চলে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন। নিহতের বাবা বশির মিয়া জানান, শুভ তার ছোট ছেলে। ব্রুনাই থেকে এক বছর আগে দেশে ফিরে এসেছে। শনিবার ঈদের রাতে নগরীর পাঠানটুলী বাসস্ট্যান্ড মোড়ে কয়েক যুবক রাম দা ও চাপাতি দিয়ে উপর্যুপরি কুপিয়ে তাকে হত্যা করে। টাঙ্গাইল সখীপুরে পারিবারিক কলহের জের ধরে দেবরের বৈঠার আঘাতে ষাটোর্ধ এক সাজেদা বেগম (৬০) উপজেলার চাকদহ গ্রামের মৃত শওকত দেওয়ানের স্ত্রী। এ ঘটনায় সোমবার সকালে নিহতের ছেলে সাজ্জাত দেওয়ান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। গত শুক্রবার উপজেলার চাকদহ গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ব্যাপারে সখীপুর থানার (এসআই) ওমর ফারুক বলেন, ঈদের আগের দিন শুক্রবার সকালে পারিবারিক কলহের জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে দেবর হাবিবুর রহমান নৌকার বৈঠা নিয়ে ভাবীর মাথায় আঘাত করেন। তবে ওই আঘাতে মাথা না ফাটায় তাঁরা স্থানীয় গ্রাম্য চিকিৎসকের কাছ থেকে পরামর্শ নিয়ে ব্যথানাশক ওষুধ খান। ঘটনার ২ দিন পর রবিবার রাতে বাড়িতেই ওই নারীর মৃত্যু হয়। বগুড়া সোনাতলা উপজেলার লোহাগাড়া গ্রামে ঈদের রাতে শ^শুরবাড়ির লোকজনের পিটুনিতে নিহত হয়েছেন ঘর জামাই ঠান্ডু মিয়া (৫২)। সে একই উপজেলার সুজাইতপুর গ্রামের মৃত অছিম উদ্দিনের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায় ঠান্ডু মিয়া লোহাগাড়া গ্রামের ফরিদ উদ্দিনের মেয়েকে বিয়ে করে ঘরজামাই থাকে। শুক্রবার রাতে (ঈদের রাতে) ব্যবসায়িক লেনদেন নিয়ে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে শ্বশুরবাড়ির লোকজন ঠান্ডু মিয়াকে বেধড়ক পেটালে সে গুরুতর আহত হয়। দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে গেছে। নওগাঁ নওগাঁর রানীনগরে আবু বক্কর নামে এক দিনমজুর লম্পটের কুপ্রস্তাবে রাজি না হওয়া এবং পরিবারকে জানানোর অপরাধে ৯ম শ্রেণীর ছাত্রীর বাড়িতে ভাড়া করা গুণ্ডা বাহিনী দিয়ে দফায় দফায় হামলা চালিয়ে তাকে হত্যা করে ঝুলিয়ে রাখার অভিযোগ তুলেছেন নিহত স্কুলছাত্রী ফাইমার (১৪) পরিবার। ঘটনাটি ঘটেছে, উপজেলার কাশিমপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে। ঘটনাস্থল থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। জানা গেছে, উপজেলার বাহাদুরপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত-আহাদ আলির ছেলে আবু বক্কর দীর্ঘদিন যাবত প্রতিবেশী হাতেম আলির স্কুল পড়ুয়া মেয়ে সায়েম উদ্দিন মেমোরিয়াল একাডেমির নবম শ্রেণীর ছাত্রী ফাইমাকে স্কুলে যাওয়া-আসার পথে তাকে উত্ত্যক্ত করত। এনিয়ে এক বছর আগে পারিবারিকভাবে বৈঠকের মাধ্যমে নিষেধ করা হয় বক্করকে। তারপরেও কোনভাবেই ফাইমার পিছু ছাড়ে না লম্পট আবু বক্কর। এমনকি ফাইমার সঙ্গে কথা বলতে নিষেধ করায় আবু বক্কর ফাইমাকে দুনিয়া থেকে সরিয়ে দিবে বলে হুমকি-ধমকিও দিয়ে আসত। রবিবার সন্ধ্যায় আবারও ফাইমাকে কুপ্রস্তাব দিলে সে তার পরিবারকে জানিয়ে দেয়। এসময় নিহতের পরিবার প্রতিবাদ করলে আবু বক্কর পাশের গ্রাম থেকে ভাড়াটিয়া গুণ্ডা বাহিনী নিয়ে এসে নিহতের পরিবারে দুই দফা হামলা চালালে নিহতের মামা আব্দুল মজিদসহ কয়েকজন আহত হয়। আহতদের নিয়ে চিকিৎসার জন্য রানীনগর হাসপাতালে গেলে তৃতীয়বারের মতো আবারও হামলা চালায়। কেশবপুর সোমবার সকালে কেশবপুর থানা পুলিশ দুজনের লাশ উদ্ধার করেছে। এদের মধ্যে একজন ১৫ মামলার আসামি মাদক বিক্রেতাকে গুলি করে এবং একজন বৃদ্ধকে শ্বাসরোধ হত্যা করা হয়েছে। থানার ওসি জসিম উদ্দীন জানিয়েছেন, উপজেলার দোরমুটিয়া গ্রামের মাদক ব্যবসায়ী মনিরুজ্জামান ওরপে মনির (৩৮) গুলিবিদ্ধ লাশ একই গ্রামের আজাদ হোসেনের ইটভাঁটির নিকট থেকে উদ্ধার করা হয়েছে। মাদকের ভাগাভাগি নিয়ে দুপক্ষের সংঘর্ষে মনিরুজ্জামান গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে এক কেজি গাঁজা ও একটি সাটারগান উদ্ধার করা হয়। সে দোরমুটিয়া গ্রামের জামাল উদ্দিন গাজী ওরফে মধু গাজীর ছেলে। এছাড়া উপজেলার চাঁদড়া গ্রামের দত্ত পাড়ার সাধন দত্তকে (৫৫) শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে এলাকাবাসী জানান। গভীর রাতে কে বা কারা তাকে নিজ বাড়িতে হত্যা করে চলে যায়। রূপগঞ্জ সোহরাওয়ার্দী বিশ্ববিদ্যালয় কলেজের বাণিজ্য বিভাগের অনার্স তৃতীয় বর্ষের মেধাবী ছাত্র রিফাত হাসানকে (২২) বখাটেরা মেরেই ফেললো। গত ১ আগস্ট বাড়ি থেকে ডেকে নিয়ে মাথা থেঁতলে ও পাশবিক নির্যাতন করে তাকে হত্যা করে। রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার বরপা সুতালড়া এলাকায় ঘটে এ ঘটনা। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ এক বখাটেকে গ্রেফতার করে দশ দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করেছে। আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছে। নিহত শিক্ষার্থী দৈনিক ভোরের কাগজ পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি নজরুল ইসলামের ছেলে। রিফাত হাসানের পিতা নজরুল ইসলাম জানান, গত ৩১ জুলাই রাত ২টার দিকে একই এলাকার রিফাত ভুইয়া নামে এক বখাটে যুবক তার ছেলে রিফাত হাসানকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। রিফাত ভুইয়া তার ছেলে রিফাত হাসানের বন্ধু হওয়ায় সুবাধে তাকে বাড়ির বাইরে যেতে নিষেধ করেনি। ঐ রাতেই আড়াইটার দিকে নাহিদ নামে আরেক বখাটে যুবক রিফাত হাসানের মামা আসলাম ভুইয়াকে ফোন দিয়ে বলেন রিফাত হাসান আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে ওর সঙ্গে আমাদের বোঝাপড়া আছে। মামা আসলাম ভুইয়া ফোনের মাধ্যমে আসামিদের কোন ঝামেলা না করতে বুঝানো চেষ্টা করলেও তাদের আচরণ ছিল বেপরোয়া। পরে মামলার এজাহারভুক্ত আসামি বাবু, মৃদুল, রাশেদ তাদের জানায় রিফাত হাসান গুরুতর অসুস্থ হওয়ায় তাকে স্থানীয় ইউএস বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে নজরুল ইসলাম ও স্বজনরা ইউএস বাংলা হাসপাতালে গিয়ে রিফাত হাসানকে মুমূর্ষু অবস্থায় দেখতে পান। ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার দোগাছি মন্ডলপাড়া গ্রামে জমির আইল কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে পানিয়া বর্মন (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে। জানা যায়, ওই গ্রামের পানিয়া বর্মন বাড়ির পাশে জমিতে আমন ধানের রোপা লাগাতে গিয়ে দেখে তার জমির আইল ভেঙ্গে পড়ার উপক্রম হয়েছে। ওই সময় তার জমির লাগোয়া ফাকাসু বর্মন তার জমিতে কাজ করছিল। তখন তাদের আইল কেটে ফেলার কথা জিজ্ঞাসা করলে পানিয়া ও ফাকাসুর মাঝে বাকবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। এসময় ফাকাসু বর্মন চারা পরিবহনের বাংকুয়া দিয়ে পানিয়া বর্মনের পেটে সজোরে গুঁতো মারলে তিনি মাটিতে পড়ে যান এবং ঘটনাস্থলে মারা যান। সান্তাহার বগুড়ার সান্তাহারে পূর্ব ঘটনার জেরে নামের মিলে খুন হলো সিহাব হোসেন (১৭) নামের নিরপরাধ এক মেধাবী ছাত্র রবিবার রাতে রক্তদহ বিলের বেইলী ব্রিজ এলাকায় এই খুনের ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে নিহতের দুই বন্ধু। নিহত সিহাব হোসেন সান্তাহার শহর সংলগ্ন দমদমা গ্রামে হারুনুর রশিদের ছেলে। সে এবারের এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে পাস করেছে। রাজশাহী রাজশাহীর বাগমারায় স্ত্রীর বিরুদ্ধে প্রবাসী স্বামীকে খাদ্যের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। প্রবাসী স্বামীর পাঠানো টাকা আত্মসাতের জন্য স্ত্রী এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করা হয়। পুলিশ অভিযোগের প্রেক্ষিতে স্ত্রীকে আটক করলেও পরে অদৃশ্য কারণে হত্যার অভিযোগ আমলে না নিয়ে ইউডি মামলা গ্রহণ করে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। নিহত ওই প্রবাসীর নাম শাহাদত হোসেন (৪৮)। তিনি উপজেলার বাগমারা পশ্চিম পাড়ার মৃত ওয়াহেদ বকসের ছেলে ও ইরাক প্রবাসী। পাবনা চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের শিবপুর বিলে নিখোঁজ যুবক রবি খাঁর মরদেহ উদ্ধার হয়েছে। ঈদের দিন সকালে তার মরদেহ উদ্ধার হয়েছে। তিনি ঈদের আগের দিন নিখোঁজ হন। নিহত যুবক উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের মূল গ্রামের চন্দন খাঁর ছেলে। এলকাবাসী জানিয়েছে রবি খাঁ ঈদের আগের দিন নিখোঁজ হন। পরদিন জেলেরা বিলে মাছ ধরতে গিয়ে তার মরদেহ ভাসতে দেখে। জামালপুর জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের কপালীপাড়া জামে মসজিদ কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জের ধরে মুক্তার হোসেন মুক্তা (৩২) নামের এক যুবককে পিটিয়ে ও শাবল দিয়ে ঘাই মেরে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে সদর থানা পুলিশ। জানা গেছে, শরিফপুর ইউনিয়নের কপালীপাড়া জামে মসজিদ পরিচালনার পুরাতন কমিটি ভেঙ্গে নতুন কমিটি গঠনের দাবি উঠলেও কমিটির বর্তমান সভাপতি আব্দুল মজিদ আকন্দ কমিটি গঠন নিয়ে সময়ক্ষেপণ করছিলেন। এ নিয়ে স্থানীয় দুপক্ষের মধ্যে দ্বন্দ্বের জের ধরে সোমবার বিকেল ৩টার দিকে দুই পক্ষের মধ্যে ঝগড়া বাঁধে। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন মুক্তার হোসেন মুক্তা নামের এক ব্যক্তিকে পিটিয়ে এবং শাবল দিয়ে ঘাই মেরে হত্যা করে। মঠবাড়িয়া পিরোজপুরের মঠবাড়িয়ায় একই পরিবারের তিন সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার ধানীসাফা ইউনিয়নের ভাঙ্গাপোল সংলগ্ন একটি ঘর থেকে তাঁদের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। মৃতরা হলেন উপজেলার ওই এলাকার মৃত রত্তন আলী হাওলাদারের ছেলে ব্যাটারিচালিত ইজিবাইক চালক মোঃ আয়নাল হক (৩৫), তাঁর স্ত্রী খুকুমণি (২৬) ও তাদের আড়াই বছরের কন্যাশিশু আসফিয়া আক্তার। গলাচিপা গলাচিপা পুলিশ মঙ্গলবার সকালে গজালিয়া ইউনিয়নের চরচন্দ্রাইল গ্রাম থেকে অন্তরা (১৬) নামের এক ছাত্রীর লাশ উদ্ধার করেছে। সে ওই গ্রামের মোঃ শাহীন খানের মেয়ে এবং গলাচিপা সরকারী ডিগ্রী কলেজের এইচএসসির ছাত্রী। জানা গেছে, সোমবার রাতে অন্তরা অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। পরে মুমূর্ষু অবস্থায় পটুয়াখালী এবং শেষে বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। গাইবান্ধা গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের ঘুগাগাড়ামারা নামক এলাকায় রেললাইনের পাশে মঙ্গলবার সকালে গলাকাটা অজ্ঞাতনামা (৩৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। বোনারপাড়া জিআরপি থানা পুলিশ লাশটি উদ্ধার করে। গোবিন্দগঞ্জ থানার পুলিশ জানায়, শালমারা ইউনিয়নের ঘুগাগাড়ামারা রেল লাইনের পাশের গলাকাটা অবস্থায় লাশটি পড়েছিল। স্থানীয়রা লাশটি দেখে জিআরপি থানায় খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। বাগেরহাট মোরেলগঞ্জে গাছে বাঁধা রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত এক যুবকের (২৫) লাশ পুলিশ উদ্ধার করেছে। রবিবার বেলা ১১টার দিকে চিংড়াখালী ইউনিয়নের জামুয়া গ্রামের মনিন্দ্রনাথ হালদারের বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। অপরদিকে সোমবার গভীর রাতে শরণখোলায় রায়েন্দা ইউনিয়নের জিলবুনিয়া গ্রাম সংলগ্ন বলেশ্বর নদীর তীর থেকে ২০-২৬ বছর বয়সী অজ্ঞাত এক নারীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়। দুই হাতের কনুই থেকে নিচের অংশ এবং দুই পায়ের হাঁটুর নিচের অংশ নেই বলে পুলিশ জানায়। সোনারগাঁ নবীর হোসেন (৩৫) নামের এক যুবকের অর্ধগলিত লাশ কাঁচপুর এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে কাঁচপুর সোনাপুর এলাকার একটি ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। নিহত নবীর হোসেন বন্দর উপজেলার রামনগর গ্রামের পান্ডুমিয়ার ছেলে। এ দিকে পুলিশের ধারনা গত ৩/৪ দিন আগে লোকটি মরা গিয়েছে তবে শরীরের বিভিন্ন জায়গায় পচন ধরে গেছে। ফরিদপুর ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের সিংগারিয়া গ্রামের বিল এলাকা থেকে বস্তাবন্দী অজ্ঞাতনামা এক মহিলার (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ১০টার দিকে পুলিশ অজ্ঞাতনামা ওই মহিলার লাশ উদ্ধার করে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে সিংগারিয়া গ্রামের মনির হোসেনের স্ত্রী ও তার ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
×