ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভৈরবে মাংস বিতরণ নিয়ে সংঘর্ষ ॥ বিদ্যুতকর্মী নিহত

প্রকাশিত: ২০:১১, ৫ আগস্ট ২০২০

ভৈরবে মাংস বিতরণ নিয়ে সংঘর্ষ ॥ বিদ্যুতকর্মী নিহত

নিজস্ব সংবাদদাতা, ভৈরব, ৪ আগস্ট ॥ ঈদের দিন বিকেলে ভৈরবে কোরবানির মালতের মাংস বিতরণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে শাহ আলম (৩৫ ) নামে এক বিদ্যুতকর্মী মারা গেছে। ভৈরবের শিমুলকান্দি ইউনিয়নের কান্দিপাড়া গ্রামের মৃত নুরুল ইসলামের পুত্র এবং সে কুলিয়ারচর বিদ্যুত উন্নয়ন বোর্ডে লাইনম্যান হিসেবে কর্মরত ছিল। এ ঘটনায় আহত হয়েছে আরও ৭ জন। এ সময় প্রতিপক্ষের হামলায় বেশ কয়েকটি বাড়িঘর ভাংচুর করা হয়েছে। এলাকাবাসী ও পুলিশ জানায়, ঈদের দিন বিকেলে শিমুলকান্দি ইউনিয়নের কান্দিপাড়া গ্রামে জানমাহমুদের বাড়িতে কোরবানির মালতের মাংস বিতরণকে কেন্দ্র করে বাওরার বাড়ির লোকজনের সঙ্গে জানমাহমুদের বাড়ির লোকজনের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে শাহ আলমের মাথায় কাঠের লাঠি দিয়ে আঘাত করলে সে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করে। ঢাকায় নিউরোলজি সায়েন্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
×