ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বগুড়ায় পুলিশের ধাওয়ায় নদীতে ঝাঁপ ॥ অতঃপর-

প্রকাশিত: ২০:০৮, ৫ আগস্ট ২০২০

বগুড়ায় পুলিশের ধাওয়ায় নদীতে ঝাঁপ ॥ অতঃপর-

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান এলাকায় পুলিশের ধাওয়া খেয়ে এক ব্যক্তি নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ হারানোর পর বিক্ষুব্ধ লোকজন সোমবার দুপুরে মহাসড়কে বেরিকেড দিয়ে বিক্ষোভ করেছে। আগের দিন সন্ধ্যায় মহাস্থান বাড়িদারপাড়া এলাকার মাসুম মিয়া (৩৫) পুলিশের ধাওয়া খেয়ে করতোয়া নদীতে ঝাঁপ দিয়ে পালানো চেষ্টা করে। সোমবার দুপুরে তার লাশ নদীতে ভেসে ওঠে। পুলিশ বলছে, সে একজন মাদক বিক্রেতা। তার বিরুদ্ধে মাদকের ৭টি মামলা রয়েছে। পুলিশ জানায়, রবিবার সন্ধ্যায় মহাস্থান এলাকায় নয়ন নামে এক ব্যক্তিকে গ্রেফতারের জন্য অভিযান চালান হয়। তার বিরুদ্ধে মাদক মামলার গ্রেফতারি পরোয়ানা ছিল। তাকে পুলিশ বাড়িদারপাড়া গ্রাম থেকে গ্রেফতার করে। এ সময় একই এলাকার মাদক ব্যবসায়ী মাসুম মিয়া পুলিশকে দেখে দৌড় দেয়। পুলিশ এ সময় তাকে ধাওয়া করে। এক পর্যায়ে গ্রেফতার এড়াতে সে নদীতে ঝাঁপ দেয়। শিবগঞ্জ থানার ওসি জানিয়েছেন, রাতে তাকে খোঁজার জন্য ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। তবে খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। সোমবার দুপুরে তার মরদেহ নদীতে ভেসে ওঠে। পরে এলাকার লোকজন লাশ নিয়ে মহাস্থান হাটের পার্র্শ্বে রংপুর মহাসড়কে বেরিকেড দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
×