ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

করোনা চিকিৎসায় সহজ কোনো সমাধান নেই : ডব্লিউএইচও

প্রকাশিত: ১৮:১৯, ৪ আগস্ট ২০২০

করোনা চিকিৎসায় সহজ কোনো সমাধান নেই : ডব্লিউএইচও

অনলাইন রিপোর্টার ॥ মহামারি করোনাভাইরাসের চিকিৎসায় সহজ কোনো সমাধান নেই এবং হয়ত কখনো আসবেও না বলে হুঁশিয়ারি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সোমবার সংস্থাটির প্রধান টেড্রোস আধানম গেব্রিয়াসুস এক ভার্চুয়াল ব্রিফিংয়ে এই সতর্কবার্তা দেন। তিনি বলেন, ‘অনেকগুলো ভ্যাকসিন এখন তৃতীয় পর্যায়ের ট্রায়ালে রয়েছে এবং সংক্রমণ প্রতিরোধে মানুষকে সাহায্য করবে এমন কার্যকর একাধিক ভ্যাকসিনের প্রত্যাশা আমরা সবাই করছি। তবে এই মুহূর্তে কোনো জাদুর অস্ত্র নেই- এবং কখনোই হয়তো পাওয়া যাবে না।’ এর আগে শুক্রবার গেব্রিয়াসুস বলেছিলেন, ‘যদিও করোনাভাইরাস নিয়ে গবেষণায় অগ্রগতি হয়েছে, তারপরও অনেক প্রশ্নের উত্তর এখনো মেলেনি, মানুষ এখনো ঝুঁকিতে থেকে গেছে।’ ভাইরাসের প্রভাব দীর্ঘস্থায়ী হতে পারে উল্লেখ করে তিনি বলেন, ‘এ মহামারির মতো এমন স্বাস্থ্য সংকট শতাব্দীতে একবারই দেখা যায়। আর এর প্রভাব আগামী কয়েক দশক পর্যন্ত থেকে যেতে পারে।’ বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা এক কোটি ৮২ লাখ ছাড়িয়ে গেছে। এছাড়া আক্রান্ত হয়ে মারা গেছে ছয় লাখ ৮৮ হাজারের বেশি মানুষ। অনেক দেশে এখন করোনার দ্বিতীয় দফার সংক্রমণ চলছে। ব্রিফিংয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি বিভাগের প্রধান মাইক রায়ান করোনা প্রতিরোধে সব দেশকে হাত ধোয়া, সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরিধান এবং টেস্টের ওপর জোর দেয়ার আহ্বান জানিয়েছেন। সূত্র: রয়টার্স
×