ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফকিরহাটে বজ্রপাতে কৃষক নিহত

প্রকাশিত: ১৪:১৫, ৪ আগস্ট ২০২০

ফকিরহাটে বজ্রপাতে কৃষক নিহত

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নের সৈয়দ মহল্লা গ্রামে বজ্রপাতে গফফার মোল্লা (৬০) নামে এক কৃষক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ দিকে ঘটনার সময় তিনি ধানেক্ষেতে কাজ করছিলেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান হিটলার গোলদার ও ফকিরহাট থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে, মঙ্গলবার সকালের বৃষ্টিতে স্বস্তি ফিরেছে উপকূলীয় জনপদে। ভরা শ্রাবনে চৈত্রের দাবদাহ হারমানা গত ৪ দিনের অসহ্য গরমে হাঁসফাঁস করছিলেন এলাকার মানুষ। এ অবস্থায় সকালের বজ্রবৃষ্টিতে আবাল-বৃদ্ধ-বনিতা সকলে প্রশান্তির পরশ পান। অবশ্য বজ্রপাতে মৃত্যু হয় এক কৃষকের। খুলনা আঞ্চলিক আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ আমিরুল আজাদ জানান, গত দু’দিনে গড়ে তাপমাত্রা ছিল ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস, মঙ্গলবার সকালে বৃষ্টির পর যা ১০ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পায়। মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে এ বৃষ্টিপাত আরও দু/এক দিন অব্যাহত থাকতে পারে।
×