ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নড়াইলে নতুন করে দুই চিকিৎসকসহ ৪০জনের করোনা শনাক্ত

প্রকাশিত: ১৯:১৭, ৩ আগস্ট ২০২০

নড়াইলে নতুন করে দুই চিকিৎসকসহ ৪০জনের করোনা শনাক্ত

নিজস্ব সংবাদদাতা, নড়াইল ॥ নড়াইলে গত ২৪ ঘন্টায় নতুন করে দুইজন চিকিৎসকসহ ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাঃ মোঃ আবদুল মোমেন। এর মধ্যে নড়াইল সদর উপজেলায় ২৯ জন ও লোহাগড়া উপজেলায় দুই চিকিৎসকসহ ১১জনের করোনা শনাক্ত হয়েছে। তিনি বলেন, এ নিয়ে নড়াইল জেলায় এ পর্যন্ত জেলার পুলিশ সুপারসহ ২৭জন পুলিশ সদস্য, ২৯জন সেনা সদস্য ও ১৬জন চিকিৎসকসহ স্বাস্থ্য বিভাগের ৫৩জন, সর্বমোট ৮০২জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নড়াইলের পুলিশ সুপার ও ১২চিকিৎসকসহ ৪৮৩জন ইতিমধ্যে সুস্থ হয়েছেন এবং ১২জন মারা গেছেন। তিনি বলেন, আক্রান্তদের মধ্যে ২৬জন হাসপাতালে ও অন্যদের নিজ নিজ বাসায় আইসোলেশনে রাখা হয়েছে এবং তারা সুস্থ্য আছেন ।
×