ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আল্লাহ দল’এর সক্রিয় এক সদস্য গ্রেফতার

প্রকাশিত: ১৮:৩৪, ৩ আগস্ট ২০২০

নীলফামারীতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আল্লাহ দল’এর সক্রিয় এক সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ নীলফামারীর জলঢাকা উপজেলা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহ দলের’ সক্রিয় এক সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ সোমবার ভোর রাতে জলঢাকা পৌর শহরের বগুলাগাড়ি বারঘড়িয়াপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. নূরন্নবী (২০) একই উপজেলার কৈমারী ইউনিয়নের গাবরোল বালাপাড়া গ্রামের মাকসুদার রহমানের ছেলে। বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান জেলা গোন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক কে.এম আজমিরুজ্জামান। জলঢাকা থানা ওসি মোস্তাফিজুর রহমান জানান, ‘নাশকতা ঘটনার পরিকল্পনায় চলতি বছরের ১১ মার্চ রাতে জলঢাকা পৌর শহরের বারঘড়িপাড়াস্থ জনৈক মিলনের বাড়িতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল্লাহ দলের রংপুর বিভাগীয় তত্বাবধায়ক সাইফুল আলমের নেতৃত্বে সক্রিয় সদস্যরা সংগঠিত হন। এমন গোপন খবর পেয়ে রাতেই জলঢাকা থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ যৌথভাবে ওই বাড়িতে অভিযান চালিয়ে সংগঠনের রংপুর বিভাগীয় তত্বাবধায়ক সাইফুল ইসলাম ও নীলফামারী জেলার নায়েক জিকরুল হককে আটক করা হলেও সংগঠনের সক্রিয় সদস্য মিলন(২৫), নূররন্নবী(২০) ও জলঢাকা উপজেলা নায়েক জাকির হোসেনসহ অন্যান্যরা পালিয়ে যায়। এঘটনায় পরের দিন সকালে গ্রেফতারকৃত দুইজনসহ আরো তিন জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো বেশ কয়েকজনের নামে জলঢাকা থানায় ধারা সন্ত্রাস বিরোধী আইন-২০০৯ (সংশোধনী-১৩) এর ৬(২) এর (ই)(ঈ) /৭/৮/১০/১১/১২/১৩ মামলা দায়ের করেন জলঢাকা থানার উপ-পরিদর্শক নিশার আলী তিতুমীর। নীলফামারী জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক কে.এম আজমিরুজ্জামান বলেন, মামলা দায়েরর পর থেকে আসামীদের গ্রেফতার করতে থানা ও ডিবি পুলিশ যৌথভাবে জেলাসহ আশপাশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসছে। আজ সোমবার ভোর রাতে গোপন খবর পেয়ে মামলার ৪নম্বর আসামী নূরন্নবীকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ। বিকালে তাকে আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বাকী আসামীদের গ্রেফতার আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
×