ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কাশিমপুর কারাগারে ঈদের রাতে ডিম পেলেন ডা. সাবরিনা

প্রকাশিত: ১৬:৫৮, ৩ আগস্ট ২০২০

কাশিমপুর কারাগারে ঈদের রাতে ডিম পেলেন ডা. সাবরিনা

অনলাইন রিপোর্টার ॥ করোনাভাইরাস পরীক্ষার ভুয়া প্রতিবেদন দেয়ার অভিযোগে গ্রেফতার জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরী এবার ঈদ কাটিয়েছেন কাশিমপুর মহিলা কারাগারে। দেশে করোনাজনিত সংকটময় পরিস্থিতিতে কোভিড-১৯ এর ভুয়া প্রতিবেদন দেয়ার অভিযোগে হার্টের এ চিকিৎসককে গ্রেফতার করা হয়। পরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে বরখাস্ত হন তিনি। কাশিমপুর মহিলা কারাগারের জেলার মো. আনোয়ার হোসেন জানান, সাবরিনা চৌধুরীকে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে রাখা হয়েছে। কারা কর্মকর্তারা জানান, কারাবন্দীদের জন্য ঈদের দিন সকালে পায়েস ও মুড়ির আয়োজন করা হয়। এছাড়া দুপুরে সাদা ভাত, ডিম ও আলুর দম ও রাতে পোলাও মাংস, ডিম, মিস্টি, দই, সালাদ, কোল্ড ড্রিংকস ও পান সুপারি দেয়া হয়। এছাড়া কারা কর্তৃপক্ষ সূত্রে আরো জানা গেছে, করোনাভাইরাসের কারণে এবার কারাবন্দীরা যার যার ওয়ার্ডে ঈদের নামাজ আদায় করেছেন।
×