ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নওগাঁয় ভটভটি উল্টে শিশু নিহত, আহত ৮

প্রকাশিত: ১৫:২৩, ৩ আগস্ট ২০২০

নওগাঁয় ভটভটি উল্টে শিশু নিহত, আহত ৮

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ সোমবার সকালে নওগাঁর পোরশায় ঈদ আনন্দ ভ্রমনে বেড়িয়ে ভটভটি উল্টে রবিউল ইসলাম(১২) নামে এক শিশু নিহত ও ৮ জন আহত হয়েছে। এদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর। নিহত শিশু রবিউল ইসলাম উপজেলার চকনামাজু গ্রামের শহিদুলের পুত্র। আহতরা হলো, একই গ্রামের সামশুল ইসলামের ছেলে রাজিব(২২) ও রাসেদ(১৪), নুর ইসলামের ছেলে কামরুজ্জামান(৩২), কামরুজ্জামানের ছেলে রমজান(৭), নজরুলের ছেলে লিটন(৩২), আব্দুর রাজ্জাকের ছেলে শাহিন আলম(২২), মৃত বদরের ছেলে সাগর(২০) ও পাহাড়িয়াপুকুর গ্রামের ফারুকের ছেলে শরিফ (২০)। জানা গেছে, সোমবার সকাল সাড়ে ৯টায় তারা ভটভটি যোগে আনন্দ ভ্রমণে বের হয়ে শিশা-মাটিন্দর রাস্তার মাটিন্দর ব্রীজের পূর্বপাশে পৌঁছিলে ভটভটিটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে যায়। এতে রবিউল ঘটনা স্থলেই মারা যায়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে শিশা পরিবার কল্যাণ কেন্দ্রে ভর্তি করেন এবং গুরুতর আহত রাজিব, রাসেদ, কামরুজ্জামান ও শরিফকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পোরশা থানা অফিসার ইনচার্জ শফিউল আজম খান দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
×