ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

করোনা ভাইরাস ॥ ভারতে শনাক্তের সংখ্যা ১৮ লাখ ছাড়াল

প্রকাশিত: ১২:৪২, ৩ আগস্ট ২০২০

করোনা ভাইরাস ॥ ভারতে শনাক্তের সংখ্যা ১৮ লাখ ছাড়াল

অনলাইন ডেস্ক ॥ ভারতে গত ২৪ ঘণ্টায় ৫২ হাজার ৯৭২ জন নতুন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। গত একদিনে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৭৭১ জন। সোমবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ভারতে এ পর্যন্ত ১৮ লাখ ৩ হাজার ৬৯৬ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৩৮ হাজার ১৩৫ জন। ভারতে এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১১ লাখ ৮৬ হাজার ২০৩ জন। এদিক্বে বিশ্বজুড়ে মোট আক্রান্ত রোগী সংখ্যা ১ কোটি ৮০ লাখ ছাড়িয়েছে। রবিবার রাত ১০ টা পর্যন্ত হিসেবে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। ওই পরিসংখ্যানে দেখা গিয়েছে, বর্তমানে মোট করোনায় আক্রান্ত মানুষর সংখ্যা ১ কোটি ৮০ লাখ ১১ হাজার ৭৬৩ জন। তথ্য জানাচ্ছে, শেষ চার দিনে ১০ লাখেরও বেশি করোনা সংক্রমণ ধরা পড়েছে।
×