ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কোরবানির বর্জ্য শতভাগ অপসারণের দাবি দুই সিটির

প্রকাশিত: ১৮:৫৪, ২ আগস্ট ২০২০

কোরবানির বর্জ্য শতভাগ অপসারণের দাবি দুই সিটির

অনলাইন রিপোর্টার ॥ করোনাভাইরাসের উদ্ভূত পরিস্থিতির মধ্যেই ২৪ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের যে কথা দিয়েছিল- সেই সময় শেষ হওয়ার আগেই বর্জ্য অপসারণ করার দাবি করেছে ঢাকার দুই সিটি উত্তর ও দক্ষিণ। ঈদের দিনে রাজধানীতে ১৩ হাজার টনের বেশি বর্জ্য জমেছিল বলে জানায় দুই সিটি কর্তৃপক্ষ। যদিও দুই সিটির পক্ষ থেকে কোরবানির নির্দিষ্ট স্থান নির্ধারণ করে দেয়ার পরেও অনেকেই সেই স্থানে বর্জ্য ফেলেননি, এমনকি যত্রতত্র পশু কোরবানি দিয়েছেন। ফলে কথা দেয়া সময়ের মধ্যে বর্জ্য অপসারণ করা খুবই চ্যালেঞ্জ ছিল। খোদ ঢাকার উত্তরের মেয়র আতিকুল ঈদের দিন কোরবানির স্থান পরিদর্শনে গিয়ে এমন হতাশা আর অভিযোগ তুলেছিলেন। বলেছিলেন, এবার ঈদের বর্জ্য ফেলার জন্য ২৫৬টি স্থান নির্ধারণ করা হয়েছে। আমি কয়েকটি স্থান দেখে এসেছি। কিন্তু কেউই ওই স্থানে আসছেনও না, বর্জ্যও ফেলছেন না। নাগরিকদের উদ্দেশে তিনি বলেছিলেন, আপনারা সবাই কোরবানির বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলবেন। শহরটিকে রক্ষা করতে হলে আমাদের মানসিকতা পরিবর্তন করতে হবে। শহর পরিষ্কার রাখা খুবই চ্যালেঞ্জিং। এ চ্যালেঞ্জ তখনই সার্থক হবে, যখন আমরা সবাই একসঙ্গে কাজ করব। তবে সব চ্যালেঞ্জের মোকাবেলায় সাফল্যের দাবি ঢাকার দুই সিটিরই। ঢাকা উত্তর (ডিএনসিসি) ও দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) কোরবানির বর্জ্য ঈদের দিনই শতভাগ অপসারিত হয়েছে বলে জানিয়েছেন দুই সংস্থার কর্মকর্তারা। শনিবার রাতে ডিএনসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাত ১০টার মধ্যে ডিএনসিসির ১৬টি ওয়ার্ড থেকে কোরবানি পশুর সব বর্জ্য অপসারণ করা হয়েছে। ওয়ার্ডগুলো হচ্ছে- ১, ৮, ৯, ১০, ১১, ১৭ ১৯, ২০, ২৭, ২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩, ও ৩৪ নম্বর ওয়ার্ড। ডিএসসিসি কর্তৃপক্ষ জানায়, ডিএসসিসির ৩২টি ওয়ার্ডের কোরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে। ওয়ার্ডগুলো হল- ৭, ৯, ১০, ১৩, ১৪, ১৬, ১৮, ১৯, ২০, ২১, ২৬, ২৭, ৩০, ৩২, ৩৬,৩৭, ৩৮, ৪১, ৪২, ৪৩, ৪৭, ৫২, ৫৩, ৫৭, ৫৮, ৫৯, ৬০, ৬১ ৬৫,৭০, ৭৪ ও ৭৫ নম্বর ওয়ার্ড। ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এম সাইদুর রহমান বলেন, ডিএনসিসির নিজস্ব দুই হাজার ৬৬৭ জন পরিচ্ছন্নতাকর্মী এবং অন্যান্য ব্যবস্থাপনাসহ সর্বমোট ১১ হাজার ৫০৮ জন পরিচ্ছন্নতাকর্মী নিরলস পরিশ্রম করে ঢাকা শহরকে বর্জ্যমুক্ত করেছেন। সবার সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতায় ঈদের দিনই ডিএনসিসি এলাকার বিপুল পরিমাণ বর্জ্য ২৪ ঘণ্টার কম সময়ে অপসারণ করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের জানান, ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডেই কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হয়েছে। আর যেসব স্থানে আজ রবিবার কোরবানি দেয়া হচ্ছে- সে সব বর্জ্যও আগামী ১২ ঘণ্টার মধ্যে অপসারণ করা হবে বলে জানান তিনি। তবে পুরান ঢাকার বিভিন্ন রাস্তাঘাটে এখনো কোরবানির বর্জ্য পড়ে থাকতে দেখা গেছে। পরিচ্ছন্নতাকর্মীরা বর্জ্য অপসারণের কাজ চালিয়ে গেলেও বিভিন্ন স্থানে বর্জ্য পড়ে থাকতে দেখা গেছে।
×