ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চামড়া পাচার রোধে সীমান্তে বিজিবির কড়া নজরদারি

প্রকাশিত: ১৮:২৪, ২ আগস্ট ২০২০

চামড়া পাচার রোধে সীমান্তে বিজিবির কড়া নজরদারি

অনলাইন রিপোর্টার ॥ কোরবানির পশুর চামড়া ভারতে পাচার রোধে বেনাপোলের বিভিন্ন সীমান্তে কড়া নজরদারিতে রেখেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আজ রবিবার (২ আগস্ট) বেনাপোলের গাতিপাড়া, ধান্যখোলা, সাদীপুর, ঘীবাসহ বিভিন্ন সীমান্তে কড়া নজরদারি রেখেছে বিজিবি সদস্যরা। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা বাংলানিউজকে জানান, যেকোনভাবে চামড়া পাচার প্রতিরোধের ব্যাপারে তৎপর রয়েছে বিজিবি। এ লক্ষ্য নানা উদ্যোগ নেওয়া হয়েছে। বাড়ানো হয়েছে গোয়েন্দা তৎপরতাও। এছাড়া টহলরত বিজিবি সদস্যদের সার্বক্ষণিক সর্তক অবস্থায় থাকতে বলা হয়েছে যাতে সীমান্ত এলাকা দিয়ে চামড়া পাচার না হয়। এছাড়াও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করার নির্দেশ দেওয়া হয়েছে।
×