ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নওগাঁর পোরশায় বিপুল পরিমান পেয়ারা গাছ ও চারা কেটে ফেলেছে দূর্বৃত্তরা

প্রকাশিত: ১৬:৪৩, ২ আগস্ট ২০২০

নওগাঁর পোরশায় বিপুল পরিমান পেয়ারা গাছ ও চারা কেটে ফেলেছে দূর্বৃত্তরা

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ নওগাঁর পোরশায় এক নীরিহ কৃষকের পেয়ারা নার্সারীর প্রায় সাড়ে ৩ হাজার পেয়ারা চারা ও সাড়ে ৪শ’ পেয়ারাগাছ কেটে ফেলেছে দর্বৃত্তরা। ঈদের দিন শনিবার দিনগত রাতে কে বা কারা চারা সহ পেয়ারা গাছগুলি কেটে ফেলে। গাছগুলির মালিক উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের পোরশা গ্রামের খাইরুল আমিন শাহ্র ছেলে আতিকুর রহমান শাহ্ জানান, এক বছর পূর্বে কাশিতাড়া মৌজার জোড়াকুড়ি নামক স্থানে তাদের নিজ মালিকানাধীন ৭ বিঘা জমির ওপর সাড়ে ৩ হাজার পেয়ারা চারা রোপন ও ১ হাজার ৩শ’ পেয়ারাগাছ লাগানো হয়েছিল। চারাগুলি বিক্রি করার জন্য প্রস্তত করা হয়েছিল। কিন্তু শনিবার দিনগত রাতে কে বা কারা চারা গুলিসহ প্রায় ফলন্ত ৪৫০টি পেয়ারা গাছ কেটে ফেলেছে। ফলে তারা অসহায় হয়ে পড়েছেন বলে আতিকুর জানান। এতে তাদের প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হলো। এব্যাপারে থানায় অভিযোগ করবেন বলে তিনি জানান। এবিষয়ে পোরশা থানা অফিসার ইনচার্জ শফিউল আজম খান জানান, এপর্যন্ত তার কাছে কেউ কোন অভিযোগ করেনি। তবে অভিযোগ করলে ব্যবস্থা নেবেন বলে জানান।
×