ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শেষ ম্যাচে রোমার বিপক্ষে ৩-১ গোলে হেরেছে ইউভেন্তুস

প্রকাশিত: ১২:২৮, ২ আগস্ট ২০২০

শেষ ম্যাচে রোমার বিপক্ষে ৩-১ গোলে হেরেছে ইউভেন্তুস

অনলাইন ডেস্ক ॥ রোমার বিপক্ষে খুব একটা লড়াইও করতে পারল না ইউভেন্তুস। আসরের শেষ ম্যাচে ঘরের মাঠে প্রথম হারের তেতো স্বাদ পেল মাওরিসিও সাররির দল। তুরিনের আলিয়াঞ্জ স্টেডিয়ামে শনিবার রাতে সেরি আ ম্যাচে ৩-১ গোলে হেরেছে ইউভেন্তুস। শেষ আট ম্যাচে এটি সাররির দলের চতুর্থ হার। টানা নবম শিরোপা নিশ্চিত হওয়ার পর শেষ দুই ম্যাচেই হারল দলটি। আগামী শুক্রবার চ্যাম্পিয়ন্স লিগে লিওঁ ম্যাচকে সামনে রেখে বিশ্রামে ছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো, ঊরুর চোটে ভুগছেন পাওলো দিবালা। তাদের অভাব প্রবলভাবেই অনুভব করেছে ইউভেন্তুস। গনসালো হিগুয়াইনের গোলে শুরুটা দারুণ করে স্বাগতিকরা। ম্যাচের পঞ্চম মিনিটে ফরাসি মিডফিল্ডার আদ্রিয়ান রাবিওর পাস পেয়ে টোকায় লক্ষ্যভেদ করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। ২৩তম মিনিটে কর্নার থেকে বল পেয়ে হেডে সমতা আনেন ক্রোয়াট ফরোয়ার্ড নিকোলা কালিনিচ। বিরতির ঠিক আগে স্পট-কিক থেকে সফরকারীদের এগিয়ে নেন আর্জেন্টাইন ফরোয়ার্ড দিয়েগো পেরোত্তি। ডি বক্সে প্রতিপক্ষের একজনকে দানিলো ফাউল করলে পেনাল্টি পায় রোমা। দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে ব্যবধান আরও বাড়ান সফরকারী অধিনায়ক। ইতালিয়ান তরুণ মিডফিল্ডার নিকোলা জানিয়োলোর থ্রু পাস থেকে স্কোরলাইন ৩-১ করেন ৩২ বছর বয়সী পেরোত্তি। বাকি সময়ে সুযোগ তৈরি করেও জালের দেখা পায়নি কোনো দলই। অ্যারন র্যামজির শট পোস্টে বাধা পায়। দারুণ সেভ দিয়ে ব্যবধান বাড়তে দেননি ইউভেন্তুস গোলরক্ষক। ২৬ জয়, পাঁচ ড্র ও সাত হারে ৮৩ পয়েন্ট নিয়ে আসর শেষ করল ইউভেন্তুস। কাইয়ারিকে ৩-০ গোলে হারানো ইন্টার মিলান ৮২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। ইন্টার মিলানের বিপক্ষে ২-০ গোলে হারা আতালান্তার পয়েন্ট ৭৮। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে চারে লাৎসিও। ইউরোপা লিগে খেলবে পাঁচ ও ছয়ে থেকে আসর শেষ করা যথাক্রমে রোমা (৬৭) ও এসি মিলান (৬৩)।
×