ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঈদে বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানি ৬ দিন বন্ধ

প্রকাশিত: ১৮:২৭, ১ আগস্ট ২০২০

ঈদে বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানি ৬ দিন বন্ধ

নিজস্ব সংবাদদতা, লালমনিরহাট ॥ জেলার পাটগ্রাম উপজেলারবুড়িমারী স্থলবন্দরে টানা ছয়দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষ্যে দুই দেশের যৌথসভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। আমদানি রপ্তানি বন্ধ থাকলেও স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রীগণ যাতায়াত করতে পারবে। বুড়িমারী স্থলবন্দর আমদানি-রফতানিকারক সমিতির সাধারণ সম্পাদক বুড়িমারী ইউপি চেয়ারম্যান আবু সাইদ নেওয়াজ নিশাত জানান, বাংলাদেশ ও ভারতের এক্সপোর্টার, সিঅ্যান্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার ও ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের যৌথ সভায় ঈদুল আজহা উপলক্ষে ৬ দিন আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছ। বুধবার ২৯ জুলাই থেকে আগামী মঙ্গলবার, ৪ আগস্ট পর্যন্ত বুড়িমারী স্থলবন্দর ও ভারতীয় চ্যাংড়াবান্ধা স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম থাকবে। আগামী বুধবার ৫ আগস্ট থেকে বন্দরের কার্যক্রম যথারীতি চালু হবে। এদিকে বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশনের দায়িত্বে থাকা পুলিশের এসআই আনোয়ার হোসেন জানান, শুধুমাত্র পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। দুই দেশের পাসপোর্টধারী যাত্রীগণ এই ইমেগ্রেশন রুট ব্যবহার করে স্বাভাবিক ভাবেই যাতায়াত করতে পারবে। বুড়িমারী স্থলবন্দরের কাষ্টমস্রে সহকারী কমিশনার সুমেন চাকমা জানান, সরকারি ছুটি তিন দিন। কিন্তু ব্যবসায়ীরা ৬দিন বন্দরে পণ্য আমদানি রফতানি না করার সিদ্ধান্ত নিয়েছে।
×