ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অনলাইনে জুয়া খেলায় উৎসাহ ॥ কোহলির গ্রেফতারের দাবিতে মামলা

প্রকাশিত: ১৪:৫০, ১ আগস্ট ২০২০

অনলাইনে জুয়া খেলায় উৎসাহ ॥ কোহলির গ্রেফতারের দাবিতে মামলা

অনলাইন ডেস্ক ॥ অনলাইন জুয়ায় তরুণদের উৎসাহ দেওয়ার অভিযোগে বিরাট কোহলির গ্রেফতার চেয়ে পিটিশন দায়ের করা হয়েছে মাদ্রাজ হাই কোর্টে। ভারতীয় অধিনায়কের পাশাপাশি অভিনেত্রী তামান্নার গ্রেফতার চাওয়া হয়েছে একই পিটিশনে। চেন্নাইয়ের এক আইনজীবী এই পিটিশন দায়ের করেছেন। অনলাইন জুয়ার বিভিন্ন অ্যাপ নিষিদ্ধ করতে আদালতের নিদের্শনা চাওয়া হয়েছে পিটিশনে। পাশাপাশি বলা হয়েছে, কোহলি ও তামান্নার মতো তারকাদের ব্যবহার করে অনলাইন জুয়ার কোম্পানিগুলো তরুণ সমাজের মগজ ধোলাই করছে। এজন্য দুজনকেই আটক করা উচিত। ওই আইনজীবীর মতে, তরুণরা এখন প্রবলভাবে অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়েছে। এক তরুণের উদাহরণ দেওয়া হয়েছে পিটিশনে, অনলাইন জুয়ায় ক্ষতিগ্রস্ত হয়ে সম্প্রতি সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। সাম্প্রতিক সময়ে তামিল নাড়ুতে তরুণদের আত্মহত্যা বেড়ে যাওয়ার প্রবণতাও উল্লেখ করা হয়েছে এই আবেদনে। ওই আইনজীবীর মতে, অনলাইন জুয়ায় আসক্ত হয়ে উচ্চ সুদে প্রচুর ধার করে পরে তা ফেরত দিতে না পেরে অনেকেই নিজের জীবন দিয়ে দিচ্ছে। অনলাইন জুয়াকে ‘ব্লু হোয়েল’ গেইমের সঙ্গে তুলনা করেছেন ওই আইনজীবী, যে গেইমে আসক্ত হয়ে অনেক তরুণের প্রাণ গেছে। এই আবেদনের প্রেক্ষিতে আগামী মঙ্গলবার শুনানির দিন ধার্য করেছেন আদালত।
×