ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নীলফামারীতে এক চিকিৎসক সহ ৫ জনের করোনা শনাক্ত

প্রকাশিত: ১২:৪৮, ১ আগস্ট ২০২০

নীলফামারীতে এক চিকিৎসক সহ ৫ জনের করোনা শনাক্ত

স্টাফ রিপোর্টার, নীলফামারী॥ নীলফামারী জেলায় নতুন করে ৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আজ শনিবার সিভিল সার্জন ডাঃ রনজিৎ কুমার বর্মন সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, দিনাজপুর ও রংপুর পিসিআর ল্যাবের নিকট হতে প্রাপ্ত রির্পোটে ৫ জন করোনা পজেটিভের রির্পোট পাওয়া যায়। সুত্র মতে, করোনা পজেটিভকরা হলো নীলফামারী জেনারেল হাসপাতালের ডাঃ হাসিনা বানু, এভারগ্রীন বিডি লি. এর লাকী (২৬), রাশেদুল (৩৫), রাসেল(২৪) ও ডোমার উপজেলার উত্তরচাঁদখানা বসুনিয়া পাড়া গ্রামের রেজাউল ইসলাম(৫৮)। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় করোনায় মোট আক্রান্ত ৬৬৪ জন। এর মধ্যে জেলা সদরে ৩০৯ জন, ডোমার উপজেলায় ৫৯ জন, ডিমলা উপজেলায় ৬৪ জন, জলঢাকা উপজেলায় ১০১ জন, কিশোরীগঞ্জ উপজেলায় ৪২ জন ও সৈয়দপুর উপজেলায় ৮৯ জন রয়েছেন। নীলফামারী উত্তরা ইপিজেডে ৫৫ জন চীনা নাগরিক সহ এ পর্যন্ত উত্তরা ইপিজেডে করোনা আক্রান্ত হয়েছে ১০৩জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৫৮৯ জন, চিকিৎসাধীন রয়েছেন ৬৩ জন, মৃত্যুবরন করেছে ২ নারীসহ ৯ জন।
×