ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বেতন বোনাসের দাবীতে শ্রমিকের বিক্ষোভ অবরোধে মধ্যপাড়া কঠিন শিলা খনি

প্রকাশিত: ১৯:১৩, ৩১ জুলাই ২০২০

বেতন বোনাসের দাবীতে শ্রমিকের বিক্ষোভ অবরোধে মধ্যপাড়া কঠিন শিলা খনি

নিজস্ব সংবাদদাতা,পার্বতীপুর ॥ করোনাকালীন খনি শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবীতে চলমান বিক্ষোভ অবরোধে মধ্যপাড়া কঠিন শিলা খনি পরিস্থিতি অশান্ত হয়ে উঠেছে । বৃহস্পতিবার দুপুরে খনিগেটে শান্তিপূর্ন অবস্থান কর্মসূচী চলছিল। এ সময় ঠিকাদারী প্রতিষ্ঠান জিটিসির জনৈক কর্মকর্তা গাড়ীতে চড়ে সমাবেশস্থলে এসে কয়েক শ্রমিককে তুলে নিতে উদ্যোত হলে শ্রমিকরা বিক্ষোভে ফেটে পড়ে । নিয়ন্ত্রনের বাইরে চলে যায় পরিস্থিতি । এ অচলাবস্থা চলতে থাকে সন্ধ্যা পর্যন্ত।খবর পেয়ে পার্বতীপুর থেকে একটি সাংবাদিকের টীম ঘটনাস্থলে পৌছে প্রকৃত তথ্য জানার চেষ্টা করে । মধ্যপাড়া গ্রানাইট মাইনিং শ্রমিক সংগঠনের সভাপতি খোরশেদ আলম ও সম্পাদক গোলাম কিবরিয়া জানান, মধ্যপাড়া কঠিন শিলা খনির শিলা উৎপাদনের দায়িত্বে নিয়োজিত জার্মানিয়া ট্রেষ্ট কনসোটিয়াম নামে একটি ঠিকাদারী প্রতিষ্টান । করোনাকালীন সময়ে খনি ৩ মাস ধরে বন্ধ রয়েছে। সরকারের ঘোষনা স্বত্ত্বেও ঠিকাদারী প্রতিষ্টান তাদের ন্যয্য পাওনা বেতন বোনাস দিচ্ছেন না। অনাহার অর্ধাহারে শ্রমিকদের এখন মানবেতর অবস্থা। এমন পরিস্থিতিতে বাধ্য হয়ে তারা শান্তিপূর্ন আন্দোলনে নেমেছে। কয়েক দফা আলোচনা বৈঠকের প্রস্তাব দিলেও জিটিসি কর্নপাত করেনি । ন্যয্য পাওনা না দিয়ে তারা এখন শ্রমিক ছ্টাাইয়ের যড়যন্ত্রে লিপ্ত । কিছু শ্রমিককে লোভ দেখিয়ে কাজে যোগদান করিয়ে শ্রমিক জোট ভাংগার চেষ্টা চালাচ্ছে । ইতোমধ্যে তারা নতুন শ্রমিক নিয়োগের বিজ্ঞতি দিয়েছে বলে তারা জানান । জিটিসি কর্তৃপক্ষ জানান , শ্রমিকদের অভিযোগ সঠিক নয় । করোনাকালীনসময়ে ৮শ শ্রমিককে একযোগে কাজে নিয়ে ভিতরে নেওয়া যাবেনা। তাই সীমিত শ্রমিককে কাজে যোগ দিতে মোবাইলে ম্যাসেস দেওয়া হয়েছে । পর্যায়ক্রমে সবাইকে কাজে নেওয়া হবে। শ্রমিকদের গাড়ীতে তুলে নেওয়ার বিষয়টি তারা অস্বীকার করেছে। কোন শ্রমিককে ছাটাই করা হবেনা বলে কর্তৃপক্ষ জানান । মধ্যপাড়া কঠিন শিলা খনির ব্যবস্থাপনা পরিচালক এ বি এম কামরুজ্জামান বলেছেন শ্রমিকদের বেতন বেনাস প্রদানের জন্য জিটিসি কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন । মধ্যপাড়া পুলিশ তদন্ত ফাঁড়ির ইনচার্জ জানান , শ্রমিকদের আন্দোলন বিক্ষোভ , জিটিসি ও খনি কর্তৃপক্ষের ভূমিকা সবকিছু রেজিষ্টারে জিড়িভূক্ত করে প্রতিনিয়ত কর্তৃপক্ষকে অবহিত করেন বলে জানান। খনির চলমান সমস্যার ব্যাপারে যোগাযোগ করলে দিনাজপুরের জেলা প্রশাসক মাহমুদুল আলম আজ শুক্রবার জানান , মধ্যপাড়ার চলমান সমস্যার বিষয়ে জেলাপ্রশাসন অবহিত রয়েছে । সংকট উত্তরনের জন্য তিনি কাজ করে যাচ্ছেন ।
×