ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিলেটে ঈদের প্রধান জামাত হযরত শাহজালাল (রহ,) মাজার মসজিদে

প্রকাশিত: ১৮:৫৩, ৩১ জুলাই ২০২০

সিলেটে ঈদের প্রধান জামাত হযরত শাহজালাল (রহ,) মাজার মসজিদে

অনলাইন রিপোর্টার ॥ করোনাভাইরাস সংক্রমণের পরিপ্রেক্ষিতে ঈদুল ফিতরের মতো ঈদুল আজহাতেও সিলেটে ঈদের প্রধান জামাত শাহী ঈদগাহ ময়দানের পরিবর্তে হজরত শাহজালালের (রহ.) দরগাহ মসজিদে অনুষ্ঠিত হবে। প্রাণঘাতী এ ভাইরাসের সংক্রমণ এড়াতে স্বাস্থ্যবিধি মেনে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে প্রধান জামাত। ফলে সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহসহ কোনো ঈদগাহেই এবার ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে না।তবে স্বাস্থ্যবিধি মেনে সিলেটের বিভিন্ন মসজিদে ঈদের জামাতের অনুষ্ঠিত হবে। শনিবার সিলেটের ৩৫২টি মসজিদে ঈদের জামাতের প্রস্তুতি নেয়া হয়েছে।সর্বাধিক চারটি জামাত অনুষ্ঠিত হবে সিলেট কালেক্টরেট জামে মসজিদে। সিলেট ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব এ তথ্য নিশ্চিত করে জানান, সকাল ৭টায় অনুষ্ঠিত হবে ঈদের প্রথম জামাত। এছাড়া সকাল ৮টা, ৯টা এবং ১০টায় বাকি তিনটি জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া হযরত শাহপরান (রহ.) মাজার মসজিদ ও বন্দর বাজারের কেন্দ্রীয় জামে মসজিদে একমাত্র জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। গাজী বুরহান উদ্দিন জামে মসজিদে একমাত্র জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়, কাজিরবাজার মাদ্রাসা মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। কুদরত উল্লাহ জামে মসজিদে তিনটি জামাতের আয়োজন করা হয়েছে। সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে ঈদের প্রথম জামাত।এছাড়া সাড়ে ৮টা ও সাড়ে ৯টায় বাকি দুটি জামাত অনুষ্ঠিত হবে। সিলেট ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব বলেন, করোনা পরিস্থিতির কারণে সিলেটের প্রধান ঈদের নামাজের কেন্দ্র শাহী ঈদগাহতে হচ্ছে না। তবে সিলেটের ৩৫২টি মসজিদে জামাত অনুষ্ঠিত হবে।ইসলামিক ফাউন্ডেশন সিলেটের বিভাগীয় পরিচালক ফরিদ উদ্দিন জানিয়েছেন, হযরত শাহজালাল(রহ.) মাজার মসজিদেই হচ্ছে ঈদের প্রধান জামাত। তিনি জানান, মসজিদগুলোতে মুসল্লিরা অবশ্যাই মাস্ক পড়ে যাবেন এবং সামাজিক দূরুত্ব বজায় রাখার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।
×