ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জাহাজের ধাক্কায় রাবনাবাদ চ্যানেলে মাছধরা ট্রলার ডুবে ১ জেলে নিখোঁজ

প্রকাশিত: ১৫:২৩, ৩১ জুলাই ২০২০

জাহাজের ধাক্কায় রাবনাবাদ চ্যানেলে মাছধরা ট্রলার ডুবে ১ জেলে নিখোঁজ

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী ॥ কলাপাড়ায় রাবনাবাদ চ্যানেলে পানওয়ার্ল্ড নামের একটি কয়লাবাহী জাহাজের ধাক্কায় মাছ ধরা ট্রলার ডুবিতে জেলে মহিউদ্দিন (২০) নিখোঁজ হয়েছে। আজ বৃহস্পতিবার শেষ বিকালে পায়রা বন্দর সংলগ্ন পশুরবুনিয়া সংলগ্ন রাবনাবাদ নদীতে ট্রলার ডুবির ঘটনা ঘটে। নিখোঁজ মহিউদ্দিন টিয়াখালী ইউনিয়নের পূর্ব টিয়াখালী গ্রামের রফিক হাওলাদারের ছেলে। স্থানীয় জেলেরা জানান, পশুরবুনিয়া সংলগ্ন রবনাবাদ নদীতে ওই ট্রলারমালিক বাচ্চুসহ তিন জেলে মাছ ধরছিলেন। এসময় পায়রা তাপ বিদ্যুত কেন্দ্র থেকে কয়লা খালাস করে ছেড়ে যাওয়া পানওয়ার্ল্ড নামের একটি জাহাজ ট্রলারটিকে ধাক্কা দেয়। ট্রলারটি ভেঙ্গে গিয়ে নদীতে ডুবে যায়। এসময় আশপাশের মাছ ধরর অন্য জেলেরা বাচ্চু প্যাদা ও তার ছেলে রুমানকে নদী থেকে উদ্ধার করেছেন। কিন্তু নিখোঁজ থাকে মহিউদ্দিন। পায়রা বন্দর কোষ্টগার্ডের পেটি অফিসার আসাদুর রহমান জানান, নিখোঁজ হওয়া জেলেকে উদ্ধারে কোস্টগার্ডের অভিযান অব্যাহত আছে। আমরা এখনও নদীতে আছি।
×