ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাশিয়ায় ইউক্রেনের গোয়েন্দা আটক

প্রকাশিত: ১১:৪০, ৩১ জুলাই ২০২০

রাশিয়ায় ইউক্রেনের গোয়েন্দা আটক

অনলাইন ডেস্ক ॥ ক্রিমিয়ার সেভাস্তাোপোল শহর থেকে ইউক্রেনের পক্ষে কাজ করা একজন সন্দেহভাজন গোয়েন্দাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার কেন্দ্রীয় নিরাপত্তা সার্ভিস বা এফএসবি। বৃহস্পতিবার এক বিবৃতিতে এফএসবি জানিয়েছে, রাশিয়ার কৃষ্ণসাগরীয় নৌবহরে কর্মরত ওই ব্যক্তি ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান পরিচালককে রাষ্ট্রীয় গোপন তথ্য সরবরাহ করেছেন। তবে আটক ব্যক্তির নাম ও পরিচয় প্রকাশ করেনি এফএসবি। রুশ গোয়েন্দা সংস্থা বলেছে, আটক ব্যক্তির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করার প্রস্তুতি চলছে। এ মামলায় দোষী প্রমাণিত হলে ২০ বছরের কারাদণ্ড হবে।
×