ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘আর কোন দেশের কাছে নেই’

প্রকাশিত: ০০:৪৭, ৩১ জুলাই ২০২০

‘আর কোন দেশের কাছে নেই’

রাশিয়ার নৌবাহিনীকে শীঘ্রই হাইপারসনিক পরমাণু অস্ত্র সরবরাহ করা হবে। সমুদ্রের নিচে অভিযান পরিচালনায় সক্ষম পারমাণবিক ড্রোন এবং চল্লিশটি যুদ্ধজাহাজও দেয়া হবে। দেশটির প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন রবিবার সেন্ট পিটার্সবার্গে নৌবাহিনীর বার্ষিক প্যারেডে এ ঘোষণা দেন। রবিবার সেন্ট পিটার্সবার্গে নৌবাহিনীর সামরিক কুচকাওয়াজ পরিদর্শনের সময় ভøাদিমির পুতিন জানান, নৌবাহিনীতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রসহ বেশ কিছু অস্ত্র ও সামরিক সরঞ্জাম যুক্ত হচ্ছে। পুতিন বলেন, ‘রুশ বাহিনীকে এমন সব অস্ত্র এবং সামরিক সরঞ্জামাদি দেয়া হবে যার সমকক্ষ অস্ত্র বিশ্বের কোন দেশের কাছে নেই। আলজাজিরা
×