ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

হংকংয়ে ৪ শিক্ষার্থী গ্রেফতার

প্রকাশিত: ০০:৪৬, ৩১ জুলাই ২০২০

হংকংয়ে ৪ শিক্ষার্থী গ্রেফতার

চীনের জারি করা নতুন জাতীয় নিরাপত্তা আইনে পুলিশের প্রথম অভিযানে হংকংয়ে চার শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, হংকংয়ে ১ জুলাই জাতীয় নিরাপত্তা আইন কার্যকর হওয়ার পর সামাজিক মাধ্যমে বিচ্ছিন্নতায় উস্কানি দেয়ার অভিযোগে ওই চার শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়। হংকংয়ের স্বাধীনতাপন্থী একটি গোষ্ঠী বলেছে, গ্রেফতার শিক্ষার্থীদের মধ্যে তাদের এক সাবেক নেতা রয়েছেন। তার নাম টনি চুং। গ্রেফতারকৃত চারজনের মধ্যে তিন পুরুষ ও এক নারী। তাদের বয়স ১৬ থেকে ২১ বছরের মধ্যে। পুলিশের ভাষ্য, বিচ্ছিন্নতায় উস্কানি ও সংগঠনের সন্দেহে ওই চারজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের সূত্র ও তদন্তে দেখা গেছে, হংকংয়ের স্বাধীনতার উদ্দেশ্যে একটি সংগঠন গড়ার বিষয়ে এই গোষ্ঠীটি সম্প্রতি সামাজিক মাধ্যমে ঘোষণা দিয়েছে। তাদের কাছ থেকে কম্পিউটার, ফোন ও নথিপত্র জব্দ করা হয়েছে। -বিবিসি
×