ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কিউবার একগুচ্ছ পদক্ষেপ ॥ অর্থনীতি চাঙ্গায়

প্রকাশিত: ০০:৪৪, ৩১ জুলাই ২০২০

কিউবার একগুচ্ছ পদক্ষেপ ॥ অর্থনীতি চাঙ্গায়

করোনাভাইরাসকে বহু আগেই বিদায় জানিয়েছে কমিউনিস্ট দেশ কিউবা। এবার অর্থনীতি পুনরুদ্ধারে একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে হাভানা। করোনাভাইরাসের পাশাপাশি নিকট বন্ধুরাষ্ট্র ভেনিজুয়েলায় মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব কিউবার অর্থনীতিতেও পড়েছে। ফলে সেদেশের অথর্নীতি চাঙ্গা করতে প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেল বুধবার ছোট ছোট বাণিজ্য কেন্দ্র ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসা শুরু করার পরামর্শ দেন। খবর আলজাজিরা অনলাইনের। করোনাভাইরাসসহ অন্যান্য কারণে কিউবার কয়েকটি অঞ্চলের অর্থনৈতিক অবস্থা এ বছর খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেল ব্যবসায়ীদের পরামর্শ দিয়ে বলেন, রফতানি বাড়িয়ে আমদানি কমিয়ে দিন। এতে দেশের অর্থনীতি চাঙ্গা হবে। একই সঙ্গে কিউবার সরকারী কোম্পানি, কৃষক ও স্থানীয় প্রশাসনসমূহকে আরও স্বাধীনতা প্রদানের ইঙ্গিত দেন তিনি। আবার কিউবার পর্যটন খাত চাঙ্গা করার পরামর্শও দেন দেশটির প্রেসিডেন্ট। এ জন্য পরিবহন খাতে জনবল বাড়ানোর কথা ভাবছে কিউবা। করোনার কারণে তারল্য সঙ্কটে ভুগছে কিউবার কোম্পানিগুলো। অন্যতম অর্থ উপার্জনকারী খাত পর্যটন থেকে কোন আয় আসছে না। রাজধানীসহ অন্যান্য জায়গায় খাদ্য মজুদ কমেছে। হাভানার এক ক্যাফের মালিক মালিন দিয়াজ বলেন, প্রেসিডেন্টের এ ধরনের ঘোষণায় আমরা খুশি। কারণ আয় বাড়াতে হবে। তিনি বলেন, গত ১০ জুলাই আমি ক্যাফেটিরিয়া খোলার অনুমতি পাই। তবে এখানে কোন লোক আর খেতে আসে না। কারণ পর্যটক নেই। তিনি বলেন, এসব কারণে দেশের অনেক ক্ষুদ্র ব্যবসা বন্ধ হয়ে গেছে। হাভানার অন্যান্য খাবারের দোকানে ২০ শতাংশ ছাড় দেয়া হলেও লোক আসছে না। উল্লেখ্য, লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে করোনাভাইরাস মোকাবেলায় সবচেয়ে সফল হাভানা। বহু আগেই করোনাকে বিদায় জানায় কিউবা। করোনাকে বিদায় জানিয়ে বিশে^র অন্যান্য বন্ধুরাষ্ট্রে চিকিৎসক পাঠিয়েছে দেশটি। এদিকে ওই অঞ্চলের অপর দেশ চিলি ও ব্রাজিলে করোনা সংক্রমণ হু হু করে বাড়ছে। করোনায় বিশে^র সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে ব্রাজিল অন্যতম। ব্রাজিলে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৯০ হাজার ছাড়িয়েছে। বিশ্বে যুক্তরাষ্ট্রের পর ব্রাজিলই করোনায় পর্যুদস্ত হয়েছে সবচেয়ে বেশি। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৬৯ হাজার ৭৪ জন এবং মারা গেছে আরও ১ হাজার ৫৯৫ জন। ফলে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২৫ লাখেরও বেশি এবং মৃতের সংখ্যা হয়েছে ৯০ হাজার ১৩৪ জন। বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে ২ লাখ ২৬ হাজার ৭৮৩ জন। পর পর গত ১৩ দিন ধরে প্রতিদিন ২ লাখেরও বেশি করে লোক করোনায় আক্রান্ত হচ্ছে। এ নিয়ে বিশ্বে করোনা আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৬৩ লাখ ৪১ হাজার ৯২০ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনায় মারা গেছে আরও ৪ হাজার ১৫৩ জন। ফলে মৃতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৫০ হাজার ৮০৫ জনে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বুধবার এ কথা জানায়। সংস্থাটির প্রধান টেডরস আধানম গেব্রিয়াসিস এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেন, ভাইরাস সংক্রমণ রোধে বিশ্বের দেশগুলোর কঠোর স্বাস্থ্যবিধি বাস্তবায়ন করা উচিত। তিনি এ ক্ষেত্রে প্রচুর পরীক্ষা, কঠোর কোয়ারেন্টাইন, সামাজিক দূরত্ব রক্ষাসহ মাস্ক পরার কথা উল্লেখ করেন। তিনি আরও বলেন, যেসব দেশ এসব পদক্ষেপ নিয়েছে তাদের সংক্রমণ কমেছে। যারা নেয়নি তাদের বেড়েছে।
×