ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিপুল নকল প্রসাধনী জব্দ

প্রকাশিত: ২৩:৩৩, ৩১ জুলাই ২০২০

বিপুল নকল প্রসাধনী জব্দ

স্টাফ রিপোর্টার ॥ নামী-দামী কোম্পানির প্রসাধনী ও পেইন কিলার ক্রিম নকল করে নিজেরাই তৈরি করে বাজারজাত করে রাজধানীর শনির আখড়ার একটি কোম্পানি। বুধবার গভীর রাতে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত শনির আখড়ার গোবিন্দপুর বাজারের এসটিজেড কেমিক্যাল নামে একটি কোম্পানির কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল প্রসাধনী সামগ্রী জব্দ করে। এ সময় ওই কোম্পানির মালিক শহিদুল ইসলাম শাহিনকে ছয় লাখ টাকা জরিমানা করা হয়। তাকে এক বছর বিনাশ্রমে কারাদ- দেয়া হয়। র‌্যাব জানায়, ফগ কোম্পানির বডি স্প্রে বিভিন্ন কোম্পানির প্রসাধনী ও পেইন কিলার ক্রিম নিজেরাই তৈরি করে বাজারজাত করে আসছিল এসটিজেড কেমিক্যাল নামে একটি কোম্পানি। কাতার থেকে ফিরলেন ৪১৬ স্টাফ রিপোর্টার ॥ করোনা মহামারীর কারণে কাতারের রাজধানী দোহায় আটকেপড়া ৪১৬ বাংলাদেশী দেশে ফিরেছেন। বৃহস্পতিবার কাতারের দোহা বিমানবন্দর থেকে ৪১৬ জন যাত্রী নিয়ে ফ্লাইটটি ভোরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আগতদের সবাই করোনা নেগেটিভ সনদ নিয়ে এসেছেন। তাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। ইতোমধ্যে বিমান কোভিড-১৯ সময়কালীন, মুম্বাই, কলকাতা, দিল্লী, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, ব্যাংকক, আবুধাবি, দুবাই ও ইউরোপের অন্যতম গন্তব্য ফ্রান্সের প্যারিস, গ্রিস, মাদ্রিদে বিশেষ ফ্লাইট পরিচালনা করেছে।
×