ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চামড়ার সমস্যা সমাধানে কন্ট্রোল সেল চালু

প্রকাশিত: ২৩:৩৩, ৩১ জুলাই ২০২০

চামড়ার সমস্যা সমাধানে কন্ট্রোল সেল চালু

অর্থনৈতিক রিপোর্টার ॥ কোরাবানির পশুর চামড়া বেচাকেনা সংক্রান্ত যেকোন সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে কন্ট্রোল সেল খোলা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় থেকে কন্ট্রোল সেলটি পরিচালনা করা হবে। মন্ত্রণালয়ের এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদ-উল-আজহায় চামড়া সংরক্ষণ, ক্রয়-বিক্রয় ও পরিবহন সংক্রান্ত উদ্ভূত সমস্যা সমাধানের লক্ষে বাণিজ্য মন্ত্রণালয়ে কন্ট্রোল সেল খোলা হয়েছে। জরুরী প্রয়োজনে মোবাইল নম্বরগুলো হচ্ছে-০১৭১১৭৩৪২২৫, ০১৭১৬৪৬২৪৮৪, ০১৭১৩৪২৫৫৯৩, ০১৭১২ ১৬৮৯১৭। প্রসঙ্গত, কোরবানির কাঁচা চামড়া নিয়ে কারসাজি বন্ধে এবারও দাম নির্ধারণ করে দেয়া হয়েছে। তবে সরকার নির্ধারিত দামে চামড়া কেনা না হলে দায়ী ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার। এছাড়া কাঁচা চামড়া সংরক্ষণে এবার লবণের সরবরাহ ও মজুদ বাড়ানো হয়েছে। লবণ নিয়ে কারসাজি বন্ধে অপর একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে। এছাড়া চামড়া সংরক্ষণ ও মজুদে সারাদেশের লবণ ব্যবসায়ীদের একটি তালিকা হস্তান্তর করা হয়েছে।
×