ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

স্বরাষ্ট্রমন্ত্রী নিজের মুক্তিযোদ্ধা ভাতা অসচ্ছল মুক্তিযোদ্ধাদের দিলেন

প্রকাশিত: ২৩:৩১, ৩১ জুলাই ২০২০

স্বরাষ্ট্রমন্ত্রী নিজের মুক্তিযোদ্ধা ভাতা অসচ্ছল মুক্তিযোদ্ধাদের দিলেন

স্টাফ রিপোর্টার ॥ উদারতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পরোপকারী মহান এই মুক্তিযোদ্ধা নিজের প্রাপ্ত মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা তার নির্বাচনী এলাকার অসচ্ছল মুক্তিযোদ্ধাদের মাঝে বিতরণ করে দিলেন। বৃহস্পতিবার সকালে রাজধানীর মনিপুরী পাড়ার নিজ বাসভবনে ৩১ অসচ্ছল মুক্তিযোদ্ধার সঙ্গে কুশলবিনিময় করেন এবং তাদের প্রত্যেককে সাত হাজার টাকা করে দেন মন্ত্রী। শৈশবে খেলাধুলার পাশাপাশি তিনি ছিলেন সংস্কৃতিমনা। বর্তমানে একজন তুখোড় রাজনীতিবিদ। বাংলাদেশের একজন সফল স্বরাষ্ট্রমন্ত্রী। নিজের জমানো ভাতা বিতরণের সময় স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত ৩১ মুক্তিযোদ্ধার উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রত্যেকে যাতে সুষ্ঠুভাবে ঈদ উদযাপন করতে পারেন, সেজন্য আমার পক্ষ থেকে এ উপহার। প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা দিয়ে সম্মানিত করেছেন। উল্লেখ্য, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রতি মাসে তার প্রাপ্ত ভাতা নিজে খরচ না করে জমিয়ে রাখেন এবং নির্দিষ্ট সময় পরপর এ জমানো ভাতা তার নিজ এলাকার অসচ্ছল মুক্তিযোদ্ধাদের প্রদান করেন। এছাড়া প্রতি ঈদে তিনি অসচ্ছল অনেক ব্যক্তিকে বিভিন্ন প্রকার আর্থিক সহায়তা করে থাকেন। মন্ত্রী হওয়ার আগে থেকে তিনি বিভিন্ন উৎসবে অসচ্ছল লোককে আর্থিক সহযোগিতা করে থাকেন। আসাদুজ্জামান খান ১৯৫০ সালের ৩১ ডিসেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তানের ঢাকা জেলার তেজগাঁও থানার মুনিপুরিপাড়ায় জন্মগ্রহণ করেন। তার পিতা আশরাফ আলী খান একজন সরকারী কর্মকর্তা ছিলেন আর মাতা আকরামুন নেসা। পরিবারে তিনি দ্বিতীয় সন্তান ছিলেন।
×