ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সংবিধানের ষোড়শ সংশোধনীর রিভিউ শুনানির জন্য রাষ্ট্রপক্ষ প্রস্তুত

নিয়মিত আদালত চালু হলেই চাঞ্চল্যকর মামলার শুনানি

প্রকাশিত: ২৩:২৯, ৩১ জুলাই ২০২০

নিয়মিত আদালত চালু হলেই চাঞ্চল্যকর মামলার শুনানি

বিকাশ দত্ত ॥ নিয়মিত আদালত চালু হলেই উচ্চ আদালতে জমে থাকা চাঞ্চল্যকর মামলাগুলো শুনানিতে আসবে। রাষ্ট্রপক্ষ শুনানির জন্য প্রস্তুত। সংবিধানের ষোড়শ সংশোধনীর রিভিউ পিটিশনের শুনানি, হলি আর্টিজান মামলার জেল আপীল, মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদ-প্রাপ্ত জাতীয় পার্টির সাবেক মন্ত্রী ও কায়সার বাহিনীর প্রধান সৈয়দ মোহাম্মদ কায়সার ও এটিএম আজাহারুল ইসলামের দ-ের বিরুদ্ধে রিভিউসহ উচ্চ আদালতে প্র্রায় ৫ লাখের বেশি মামলা বিচারাধীন রয়েছে। অন্যদিকে নিম্ন আদালতসহ সারাদেশে আদালতগুলোতে মোট মামলার সংখ্যা প্রায় ৩৭ লাখ। আইন মন্ত্রণালয়, সুপ্রীমকোর্টের রেজিস্ট্রার জেনারেল ও সুপ্রীমকোর্টের এ্যাটর্নি জেনারেল কার্যালয় সূত্রে এ খবর জানা গেছে। আইনমন্ত্রী আনিসুল হক ষোড়শ সংশোধনীর রিভিউ পিটিশনের শুনানির বিষয়ে জনকণ্ঠকে বলেছেন, আদালত খুলুক তারপর দেখা যাবে। অন্যদিকে এ্যাটর্নি জেনারেল মাহাবুবে আলম জানিয়েছেন, সংবিধানের ষোড়শ সংশোধনীর রিভিউ পিটিশনের শুনানি কবে হবে তা এখন বলতে পারছি না। যখন হবে তখন দেখবেন। পেন্ডিং আছে এই মুহূর্তে কিছু বলা যাবে না। অন্যদিকে অতিরিক্ত এ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা বলেছেন, আমরা রেডি আছি। সিরিয়াল ধরে মামলাগুলো আসে। একেতো ৪-৫ মাস পিছিয়ে গেছি। আমরা ফাইল করেছি। সিরিয়াল অনুযায়ী হবে। যথা নিয়মে লিস্টে আসবে। আমরা শুনানি করতে আগ্রহী। আইনমন্ত্রী আনিসুল হক ষোড়শ সংশোধনীর রিভিউ পিটিশনের শুনানির বিষয়ে এর আগে জাতীয় সংসদে এক প্রশ্নের উত্তরে বলেছিলেন, নোভেল করোনাভাইরাস সংক্রমণের কারণে সৃষ্ট সঙ্কট কেটে গেলে সংবিধানের ষোড়শ সংশোধনীর রিভিউ পিটিশনের শুনানি শুরু হবে। ৩০ জুন জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আনা ছাঁটাই প্রস্তাবের ওপর বক্তব্য দেয়ার সময় মন্ত্রী এ কথা বলেন। আনিসুল হক বলেছিলেন, ষোড়শ সংশোধনীর বিষয় রিভিউ পিটিশন হিসেবে আপীল বিভাগে আছে। যখনই করোনাভাইরাস আমাদের ছেড়ে যাবে তখনই শুনানি শুরু করব। প্রসঙ্গত, বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে নিতে ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর সংবিধানের ষোড়শ সংশোধনী জাতীয় সংসদে পাস হয়। এ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে একই বছর সুপ্রীমকোর্টেও নয়জন আইনজীবী হাইকোর্টে রিট আবেদন করেন। ২০১৫ সালের ৫ মে হাইকোর্টের বিশেষ বেঞ্চ ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে রায় দেন। সে রায়ের বিরুদ্ধে ২০১৬ সালের জানুয়ারিতে আপীল করে রাষ্ট্রপক্ষ এবং শুনানি শেষে ওই বছরই ৩ জুলাই আপীল বিভাগ ওই আপীল খারিজ করে রায় দেন। পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয় ২০১৭ সালের ১ আগস্ট। এরপর একই বছরের ২৪ ডিসেম্বর আপীল বিভাগের ওই রায় চ্যালেঞ্জ দিয়ে রিভিউ পিটিশন করে রাষ্ট্রপক্ষ। সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে সৃষ্ট বিতর্কের পর তৎকালীন প্রধান বিচারপতি এসকে সিনহা দেশ ছেড়ে যান এবং পরে পদত্যাগ করেন। এ সমস্ত মামলা ছাড়াও বিডিআর হত্যা মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আসামিগণের আপীল, রমনার বটমূলে বোমা বিস্ফোরণ মামলা, একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলা, নারায়ণগঞ্জ সাত খুনের মামলা, চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র চোরাচালান মামলা, হরতালের সময় বিশ্বজিৎ হত্যা মামলা, টঙ্গীর আহাসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, রাজন হত্যা মামলা, রবিব হত্যা মামলা, কোটালীপাড়ায় বোমা পুঁতে রাখার মামলাসহ গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বেশ কয়েকটি মামলার ডেথ রেফারেন্স (মৃত্যুদ- অনুমোদন) ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির আপীল শুনানির অপেক্ষায় রয়েছে। এ মামলা ছাড়াও আপীল বিভাগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও মামলা রয়েছে। সেখানে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে ২৯ মামলা। এরই মধ্যে আপীল বিভাগে ৯টি মামলা নিষ্পত্তি করেছে। এটিএম আজহারুল ইসলামের আপীলের রায়ের বিরুদ্ধে রিভিউ করা হয়েছে। কায়সার বাহিনীর প্রধান সৈয়দ মোহাম্মদ কায়সারের মৃত্যুদ- বহাল রেখেছে আপীল বিভাগ। এখন পূর্ণাঙ্গ রায় প্রকাশের অপেক্ষায়।
×