ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঝলক

প্রকাশিত: ২৩:০২, ৩১ জুলাই ২০২০

ঝলক

শুধু শুনুন, নাচা যাবে না করোনাভাইরাসের কারণে জার্মানির বিখ্যাত ক্লাবগুলো বন্ধ। রাজধানী বার্লিনের ইলেকট্রিক ড্যান্স মিউজিকের (টেকনো সাউন্ড) জন্য বিখ্যাত বারঘাইন ক্লাবটি খুলতে ব্যতিক্রমী শর্ত জুড়ে দেয়া হয়েছে। সেটি হলো- এখানে এসে গান শুনুন, কিন্তু নাচা যাবে না। এছাড়া সামাজিক দূরত্ব বজায় রেখে ৫০ জনের বেশি ক্লাবে প্রবেশ করতে পারবেন না। দারোয়ান ফিরিয়ে দিলে কেউ উদ্বিগ্ন হতে পারবে না। সাউন্ড শিল্প নিয়ে কাজ করে ‘সিঙ্গুর প্রকল্প’ নামের একটি প্ল্যাটফর্মের কো-কিউরেটর কার্সটেন সেইফার্থ বলেন, ‘আপনি গান শুনুন। অভিজ্ঞতা নিন। আপনি আপনার চোখ বন্ধ রাখতে পারেন অথবা চাইলে খোলা রাখতে পারেন। এভাবে কক্ষের ভেতরের শব্দ বোধগম্য করতে পারেন।’ ইলেভেন সং হল এ্যাট বারঘাইন নামে ২ আগস্ট থেকে এই শো আয়োজন করা হচ্ছে। সেখানে গান কম্পোজিশনে থাকবেন স্যাম এইঙ্গার ও হ্যাননেস স্ট্রবোল। ‘সিঙ্গুর প্রকল্পের’ কিউরেটর মারকাস স্টেফেন বলেন, কক্ষে শুধু তাদের মিউজিক সরঞ্জাম থাকবে। এখানে গানের শব্দ নতুন শ্রবণ অভিজ্ঞতা দেবে। গত বছর এ প্রকল্পটির পরিকল্পনা করা হয়েছিল। এরই মধ্যে চলতি বছরের প্রথম দিকেই সারাবিশ্বে আঘাত হানে করোনা। দেশে দেশে শাটডাউন শুরু হয়। জার্মানিও শাটডাউন দিয়েছিল। সম্প্রতি কড়াকাড়ি শিথিল করা শুরু হয়েছে। দোকানপাট, রেস্তরাঁ, জাদুঘরগুলো খুলতে শুরু করেছে। বারঘাইন সাউন্ড প্রদর্শনীর আয়োজকরা বলছেন, প্রাথমিকভাবে ভয় ছিল হয়তো প্রদর্শনীতে মানুষ আসবে না। স্টেফেন বলেন, ‘আমরা সত্যিই জানি না কি ঘটবে। -দ্য স্টার মাস্ক না পরায় গ্রেফতার ভারতের উত্তর প্রদেশের কানপুরের বেকনগঞ্জ এলাকায় মাস্ক না পরায় একটি ছাগলকে গ্রেফতার করেছে পুলিশ। শুনতে অদ্ভুত লাগলেও সত্যি এমন ঘটনা ঘটেছে। ওই এলাকাতে একটি ছাগল মাস্ক না পরে ঘুরে বেড়ানোর কারণে গ্রেফতার করে কানপুর পুলিশ। ওই ছাগলটিকে গ্রেফতার করে পুলিশ জিপে করে থানায় নিয়ে যায় তারা। পরে খবর পেয়ে ছাগলটির মালিক থানাতে অনুরোধ করে ছাগলটি ছাড়িয়ে নেন। পুলিশের পক্ষ থেকে ছাগলের মালিককে সতর্ক করা হয়, আর যেন মাস্ক না পরে ছাগল বাইরে না ঘুরে বেড়ায়। -রিপাবলিক ওয়ার্ল্ড
×