ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ছিন্নমূল মানুষের ঈদের খুশি নেই ॥ রিজভী

প্রকাশিত: ২২:৫০, ৩১ জুলাই ২০২০

ছিন্নমূল মানুষের ঈদের খুশি নেই ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ এবার সমাজের ছিন্নমূল মানুষদের ঈদের খুশি নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, অনাহারে-অর্ধাহারে তাদের দিন কাটছে। ঈদের দিনও তাদের মুখে খাবার জোটে কি না, গায়ে জোটে কি না এক টুকরো নতুন কাপড় সে চিন্তায় আছে তারা। বৃহস্পতিবার সকালে মিরপুর এলাকায় ‘চাইল্ড এ্যান্ড ওল্ড কেয়ার’ এর অসহায় শিশু ও বৃদ্ধদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণকালে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, মহামারী করোনা ও বন্যার কারণে দেশের অনেক মানুষ চরম কষ্টে আছে। কিন্তু সরকার তাদের সহযোগিতা করছে না। অনেক এলাকায় ত্রাণ সহায়তা পৌঁছেনি। অথচ আমরা চারদিকে শুনছি, বিভিন্ন মেগা প্রজেক্ট দুর্নীতি, ক্যাসিনো নিয়ে তোলপাড় চলছে। এছাড়া করোনা রোগীর চিকিৎসা নিয়েও দুর্নীতি হচ্ছে। এই কঠিন সময়েও আমরা জিয়াউর রহমানের আদর্শকে সামনে রেখে বিএনপির রাজনীতি করছি। রিজভী বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। আমরা যেমন গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য সংগ্রাম করছি, আবার অসহায় মানুষের পক্ষে যারা দাঁড়াচ্ছে তাদেরও আমাদের পক্ষ থেকে যতটুকু সহায়তা করা দরকার সেটা করছি। তিনি বলেন, গণতন্ত্র-আর্তমানবতা যখন নীরবে নিভৃতে কাঁদে, তখন চাইল্ড এ্যান্ড ওল্ড কেয়ার পরিচালক মিলটনের মতো লোকেরা তখন মানবসেবায় নিজেকে উৎসর্গ করেছেন। আমি মনে করি গণমাধ্যমের যারা আছেন তারা এটাকে ভালভাবে তুলে ধরলে সারাদেশের মানুষ এ রকম কাজ করতে উদ্বুদ্ধ হবে।
×