ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দারিদ্র্য মুক্তিতে ব্যাংকের ঋণ প্রকল্প

প্রকাশিত: ২২:৪৪, ৩১ জুলাই ২০২০

দারিদ্র্য মুক্তিতে ব্যাংকের ঋণ প্রকল্প

অর্থনৈতিক রিপোর্টার ॥ ন্যাশনাল ব্যাংক সারাদেশে সাড়ে তিন শতাংশ সুদে বিনা জামানতে দরিদ্র মানুষের মাঝে ঋণ বিতরণ করবে। ব্যাংকের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদারের নির্দেশনায় ন্যাশনাল ব্যাংক এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদার ২০১৫ সালে তার স্বপ্নের ‘দারিদ্র্য মুক্তি’ ঋণ প্রকল্প ন্যাশনাল ব্যাংকে চালু করেন। এর আওতায় রাজশাহী ও ময়মনসিংহসহ দেশের কয়েকটি জেলায় দরিদ্র মানুষের স্বাবলম্বী হবার লক্ষ্যে বিনা জামানতে ৫ শতাংশ সরল সুদে ঋণ প্রদান করা হয়। সে সময় যখন ব্যাংকসমূহে সাধারণ ঋণে সুদের হার ছিল ১৪ থেকে ১৫ শতাংশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ ব্যাংক বর্তমানে ব্যাংকসমূহকে সর্বোচ্চ ৯ শতাংশ হারে সুদ গ্রহণের সীমা নির্ধারণ করে দিয়েছে। তারই ধারাবাহিকতায় ব্যাংকের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদার এই প্রকল্পের আওতা বাড়িয়ে সারাদেশে চালু করার নির্দেশনা প্রদান করেন এবং এই প্রকল্পে সুদের হার কমিয়ে ৩.৫ শতাংশ নির্ধারণ করে দেন। এই সিদ্ধান্তের ফলে এই করোনা মহামারীকালে ন্যাশনাল ব্যাংকের এমন মানবিক প্রকল্প অনন্য উদাহরণ হয়ে থাকবে। ন্যাশনাল ব্যাংকের ৪৩৯তম বোর্ড সভায় ব্যাংকের পরিচালক রিক হক সিকদার জানান যে, ‘দারিদ্র্য মুক্তি প্রকল্পের আওতায় যে সকল মানুষকে ঋণ প্রদান করা হয়েছে তাদের ঋণ ফেরতের হার ৯৮ শতাংশ। বাংলাদেশে বেসরকারী ব্যাংকসমূহের মধ্যে ইসলামী ব্যাংকের পর ন্যাশনাল ব্যাংকে রুরাল ব্যাংকিং শাখা সর্বোচ্চ। ফলে আমাদের জন্য এই জাতীয় প্রকল্প অত্যন্ত ভাল এবং দেশের মানুষের জন্য কল্যাণকর, বিশেষ করে এই করোনা মহামারীতে যখন দরিদ্র মানুষ সবচেয়ে কষ্টে আছে।
×