ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

করোনায় যুক্তরাষ্ট্রে প্রতি মিনিটে একজনের মৃত্যু

প্রকাশিত: ২২:৪২, ৩১ জুলাই ২০২০

করোনায় যুক্তরাষ্ট্রে প্রতি মিনিটে একজনের মৃত্যু

জনকণ্ঠ ডেস্ক ॥ ভারতে একদিনে ৫২ হাজারেরও বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। আর যুক্তরাষ্ট্রে প্রতি মিনিটে একজন করোনায় আক্রান্ত ব্যক্তি মারা যাচ্ছেন। অন্যদিকে লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে একদিনে প্রায় ৭০ হাজার আক্রান্ত হয়েছেন। এছাড়া আফ্রিকার দেশ গাম্বিয়ার ভাইস প্রেসিডেন্ট ইসাতৌ তৌরেই করোনায় আক্রান্ত হয়েছেন। ওয়ার্ল্ডোমিটারের মতে, বিশ্বে বৃহস্পতিবার পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন এক কোটি ৭৩ লাখ ৩৮ হাজার ৫২৫ জন। মারা গেছেন ছয় লাখ ৭৩ হাজার ৭০ জন। সুস্থ হয়েছেন এক কোটি আট লাখ ২৯ হাজার ৪ জন। চিকিৎসাধীন আছেন ৫৮ লাখ ১৫ হাজার ৯৪৩ জন। যাদের মধ্যে ৬৬ হাজার ৪০১ জনের অবস্থা আশঙ্কাজনক। খবর বিবিসি, সিএনএন, আলজাজিরা, রয়টার্স, এএফপি, এনডিটিভি ও ওয়ার্ল্ডোমিটার ডট ইনফোর। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে ভারতের সরকারী হিসেবে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়েছে অর্ধলাখেরও বেশি। বৃহস্পতিবার সকালে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ড্যাশবোর্ডে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় রেকর্ড ৫২ হাজার ১২৩ রোগী শনাক্তের কথা জানানো হয়েছে। এতে দেশটিতে মোট রোগীর সংখ্যা ১৫ লাখ ৮৩ হাজার ৭৯২ জনে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর তৃতীয় দেশ হিসেবে ১৭ জুলাই ১০ লাখ রোগীর দুঃখজনক মাইলফলক পার করেছিল ভারত, তারপর মাত্র ১৩ দিনের মধ্যেই সংখ্যাটি ১৬ লাখের কাছাকাছি পৌঁছে গেল। দেশটিতে প্রথম এক লাখ কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছিল ১১০ দিনে। মার্চেও শেষে ভারতজুড়ে দেয়া কঠোর লকডাউনের কারণেই দেশটিতে মে মাসের মাঝামাঝি পর্যন্ত জনসংখ্যা অনুপাতে রোগী সামান্যই পাওয়া গিয়েছিল। তবে লকডাউন শিথিলের পর থেকে পরিস্থিতি একেবারেই পাল্টে যায়। প্রতি মিনিটে একজনের মৃত্যু ॥ করোনা মহামারীতে আক্রান্ত ও মৃতের সংখ্যায় বিশ্বের শীর্ষস্থানে থাকা যুক্তরাষ্ট্রে মোট মৃত্যু এক লাখ ৫৩ হাজার ছাড়িয়েছে। বুধবার দেশটিতে ১৪৬১ জনের মৃত্যু নথিবদ্ধ হয়েছে, যা রয়টার্সের টালি অনুযায়ী ২৭ মের ১৪৮৪ জনের মৃত্যুর পর থেকে দৈনিক হিসেবে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। এখন যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ এ প্রায় প্রতি মিনিটে একজন করে মারা যাচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থাটি। যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যুর সংখ্যা দুই মাসের মধ্যে এখন সবচেয়ে দ্রুতগতিতে বাড়ছে, গত ১১ দিনে মৃতের সংখ্যা বেড়েছে ১০ হাজার। ব্রাজিলে আরও ১৫৯৫ ॥ বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ করোনা সংক্রমিত দেশ ব্রাজিলে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা, দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। বুধবার লাতিন আমেরিকার দেশটি করোনা রোগী শনাক্ত ও মৃত্যু উভয় ক্ষেত্রেই গড়েছে নতুন রেকর্ড। ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নতুন করে ৬৯ হাজার ৭৪ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন, যা এখন পর্যন্ত তাদের একদিনে রোগী শনাক্তের রেকর্ড। একই দিন প্রাণ হারিয়েছেন এক হাজার ৫৯৫ জন, এটিও একদিনে মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড। এ নিয়ে ব্রাজিলে এ পর্যন্ত ২৫ লাখেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ৯০ হাজার ১৩৪ জন।
×