ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাতেও যানবাহনের চাপ কমেনি পাটুরিয়া ঘাটে

প্রকাশিত: ২১:৫৯, ৩০ জুলাই ২০২০

রাতেও যানবাহনের চাপ কমেনি পাটুরিয়া ঘাটে

অনলাইন রিপোর্টার ॥ রাতেও যানবাহনের চাপ কমেনি পাটুরিয়া ঘাটে রাতেও যানবাহনের চাপ কমেনি পাটুরিয়া ঘাটে রাত হলেও যাত্রীবাহী পরিবহন ও লঞ্চ পারের যাত্রীর চাপ কমেনি পাটুরিয়া ঘাট এলাকায়। ঘরমুখো এসব মানুষের নেই কোনো ক্লান্তি। তাদের একটিই উদ্দেশ্য যেকোন উপায়ে দ্রুত পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ পার হওয়া। তাই কাটা গাড়ির যাত্রীরা লঞ্চে এবং পরিবহনগুলোর যাত্রীরা ফেরিতে পার হচ্ছেন। আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ৯টার দিকে পাটুরিয়া ঘাট পয়েন্টে এমন চিত্র দেখা যায়। বিআইডব্লিউটিএ আরিচা সেক্টরের সহকারী পরিচালক (ট্রাফিক) ফরিদুল ইসলাম বলেন, রাতেও পাটুরিয়া লঞ্চ টার্মিনালে যাত্রীদের চাপ রয়েছে। যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। কোনো লঞ্চ অতিরিক্ত যাত্রী বহন না করতে পারে সেজন্য আমরা তৎপর রয়েছি। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা সেক্টরের ডিজিএম জিল্লুর রহমান বলেন, ঈদের বাকি আর মাত্র একদিন। সকাল থেকেই যানবাহনের বাড়তি চাপ পড়েছে ঘাট এলাকায়। সন্ধ্যার পর থেকে যাত্রীবাহী পরিবহনের চাপ কমলেও ছোট গাড়ির চাপ এখনো রয়েছে তবে কি পরিমাণ ছোট গাড়ি তা বলতে পারবো না। বতর্মানে ১৬টি ফেরি দিয়ে যানবাহন পারাপারের কাজে নিয়োজিত রয়েছে।
×