ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পূর্বাঞ্চলে রেলে ১৭৬ বগি ও ২২ ইঞ্জিন হস্তান্তর

প্রকাশিত: ২১:৩২, ৩১ জুলাই ২০২০

পূর্বাঞ্চলে রেলে ১৭৬ বগি ও ২২ ইঞ্জিন হস্তান্তর

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ করোনাকালীন কাজের রেকর্ড। তিন মাসের কাজ দু’মাসে সম্পন্ন। টার্গেটের চেয়েও বেশি কাজ করে নজির গড়েছে পূর্বাঞ্চলীয় রেলের পাহাড়তলীস্থ কারখানার প্রকৌশলী ও শ্রমিকরা। জুন ও জুলাই মাসে ১৭৬ বগি ও ওয়াগন এবং ২২টি লোকোমোটিভ (ইঞ্জিন) মেরামত করে নতুন রূপ দিয়েছেন তারা। ইতোমধ্যে এসব বগি ও লোকোমোটিভ পরিবহন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। রেল সূত্র জানিয়েছে, দেশে করোনা সংক্রমণ শুরুর দিকে কয়েক সপ্তাহ ঢিলেঢালা কাজ চলে। পরে সীমিত পরিসরে কাজ শুরু হয়। জুন ও জুলাই মাসে পুরোদমে কাজ করেন প্রকৌশলী ও শ্রমিকরা। তারা তিন মাসের কাজ দুই মাসে সম্পন্ন করেন। ঈদ-উল-আজহা উপলক্ষে কারখানায় ৯০ বগি প্রস্তুত করার টার্গেট নিয়ে কাজ শুরু হলেও মেরামত সম্পন্ন হয়েছে ৯৩টির। ৮০টি ওয়াগন মেরামতের টার্গেট ছিল। কিন্তু সম্পন্ন করা হয়েছে ৮৩টি। এছাড়া চারটি নিয়মিত লোকোমোটিভ ও ১৮টি স্পেশাল লোকোমোটিভের মেরামত কাজ সম্পন্ন করা হয়েছে। কারখানার কর্মব্যবস্থাপক রাশেদ লতিফ জানিয়েছেন, করোনার মাঝেও তারা প্রতিদিন বিরতিহীন কাজ করেছেন। তাই তিন মাসের কাজ দুই মাসে সম্পন্ন হয়েছে।
×