ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ইকবাল খন্দকারের উপস্থাপনায় ‘কুরবানির হাট’

প্রকাশিত: ২১:০৪, ৩০ জুলাই ২০২০

ইকবাল খন্দকারের উপস্থাপনায় ‘কুরবানির হাট’

সংস্কৃতি ডেস্ক ॥ বাংলাদেশ টেলিভিশনের বাৎসরিক অনুষ্ঠান ‘কুরবানির হাট’। মুলত প্রতিবছরের কুরবানির হাট সম্পর্কে সচিত্র ও প্রামাণ্য ধারণা দিতে অনুষ্ঠানটি নির্মাণ করা হয়। এবারও এর ব্যতিক্রম হয়নি। আর এবারের ‘কুরবানির হাট’ গ্রন্থনা ও উপস্থাপনা করেছেন ইকবাল খন্দকার। রাজধানীর গাবতলী, আফতাবনগর এবং কারওয়ানবাজার এলাকায় সম্প্রতি দুদিন ধরে অনুষ্ঠানটির শূটিং হয়েছে। অনুষ্ঠানে গরুর হাটের খোঁজ-খবর তো থাকছেই, থাকছে পশু জবাইয়ের উপকরণ তথা দা, বটি, ছুরি, চাকু, চাপাতি ইত্যাদির খোঁজ-খবর। করোনা পরিস্থিতির কারণে বিক্রেতারা কীভাবে অনলাইন সেবা দিচ্ছেন, হাট পরিচালনা কমিটি কীভাবে নিশ্চিত করছেন স্বাস্থ্যবিধি, কতটা তৎপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আর একটা পশু কিনে নিয়ে যাওয়ার পর এর যত্ন কেমন হবে, এ প্রসঙ্গে ইসলাম কী বলে প্রভৃতি বিষয় এই অনুষ্ঠানে তুলে ধরা হয়েছে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মামুন মাহমুদ। ‘কুরবানির হাট’ অনুষ্ঠানটি প্রসঙ্গে উপস্থাপক ইকবাল খন্দকার বলেন কুরবানির পশু, পশুর হাট এবং সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে সম্যক ধারণা দেয়াই এই অনুষ্ঠানের উদ্দেশ্য। আশা করি প্রকৃত ধারণা পেয়ে দর্শক উপকৃত হবেন। অনুষ্ঠানটি প্রচার হবে বিটিভির বিশেষ ঈদ-অনুষ্ঠানমালায়।
×