ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইংল্যান্ড-আয়ারল্যান্ড প্রথম ওয়ানডে আজ

প্রকাশিত: ২৩:৪৫, ৩০ জুলাই ২০২০

ইংল্যান্ড-আয়ারল্যান্ড প্রথম ওয়ানডে আজ

স্পোর্টস রিপোর্টার ॥ সাউদাম্পটনের রোজ বোলে আজ থেকে শুরু হচ্ছে ইংল্যান্ড-আয়ারল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। শক্তির বিচারে অসম এ দ্বৈরথ নিয়ে এমনিতে খুব বেশি আগ্রহ নেই। তবে এই সিরিজ দিয়েই শুরু হচ্ছে ভারতে অনুষ্ঠেয় ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সুপার লীগ। সুতরাং প্রতিটি দলের জন্য এখন থেকে প্রতিটি সিরিজই অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুপার লীগে আইসিসি র?্যাঙ্কিংয়ের শীর্ষ ১২ দলের সঙ্গে ২০১৫-১৭ মৌসুমে সুপার লীগের চ্যাম্পিয়ন হল্যান্ডও অংশ নিচ্ছে। লীগের প্রতিটি দল হোম এবং এ্যাওয়ে ভিত্তিতে ৪টি করে মোট ৮টি তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। এই লীগের শীর্ষ ৭ দল ২০২৩ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে। বাকি ৫ দল সহযোগী দেশগুলোর সঙ্গে বাছাইপর্ব খেলবে। সেখান থেকে আরও ২টি দল নিয়ে বিশ্বকাপের জন্য ১০টি দল নিশ্চিত করা হবে। আয়োজক ভারত সরাসরি অংশ নেবে। ইংলিশ-আইরিশ দ্বৈরথ দিয়ে করোনাকালে মাঠে ফিরছে ওয়ানডে ক্রিকেট। স্বাগতিক ইংল্যান্ডের নেতৃত্বে যথারীতি বিশ্বকাপজয়ী সেনাপতি ইয়ন মরগান। বেন স্টোকসহ কয়েক ক্রিকেটার বিশ্রামে থাকায় সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন স্পিনিং অলরাউন্ডার মঈন আলি। আয়ারল্যান্ডের নেতৃত্বে এ্যান্ডি বালবিরনি। তিনটি ম্যাচই হবে দর্শকশূন্য গ্যালারিতে। পরের দুই ওয়ানডে ১ ও ৪ আগস্ট। সাজা কমলেও সন্তুষ্ট নন উমর স্পোর্টস রিপোর্টার ॥ উমর আকমলের নিষেধাজ্ঞা ১৮ মাস কমিয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাতে অবশ্য পুরোপুরি সন্তুষ্ট নন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। তিনি বলেন, ‘আমার আইনজীবীর কথা ভালভাবে শোনায় বিচারককে ধন্যবাদ জানাই। বাকি শাস্তির মেয়াদ আরও কমানোর চেষ্টা করব। খেলোয়াড়েরা এর আগে ভুল করে কী শাস্তি পেয়েছে, আর আমি কী পেয়েছি। আপাতত সবাইকে ধন্যবাদ।’ শাস্তি কমার ফলে নতুন নিষেধাজ্ঞায় ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে ২০২১ সালের আগস্ট পর্যন্ত খেলার বাইরে থাকতে হবে এই ক্রিকেটারকে। বুধবার আকমলের পক্ষে এ রায় দেন পাকিস্তানের সুপ্রীমকোর্টের অবসরপ্রাপ্ত বিচারক ফকির মোহাম্মদ খোকর। উল্লেখ্য, পাকিস্তান সুপার লীগে (পিএসএল) স্পট ফিক্সিংয়ের খবর জানতেন উমর আকমল। কিন্তু তিনি ক্রিকেট বোর্ডকে বিষয়টি জানাননি। এছাড়া তার আচরণও ছিল প্রশ্নবিদ্ধ। যে কারণে চলতি বছর ফেব্রুয়ারিতে তাকে সাময়িকভাবে নির্বাসিত করা হয়েছিল। পরে দুই নি
×