ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বগুড়ায় যমুনা ব্যাংকের ম্যানেজার গ্রেফতার

প্রকাশিত: ২৩:২৯, ৩০ জুলাই ২০২০

বগুড়ায় যমুনা ব্যাংকের ম্যানেজার গ্রেফতার

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বগুড়ায় গ্রাহকদের প্রায় ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে যমুনা ব্যাংকের ম্যানেজার শওগত আরমানকে দুর্নীতি দমন কমিশন (দুদক) মঙ্গলবার রাতে গ্রেফতার করেছে। তিনি ব্যাংকের প্রধান কার্যালয়ে চলতি মাসের শেষের দিক থেকে সংযুক্ত ছিলেন। রাতে শহরের বড়গোলা এলাকায় ব্যাংকের বগুড়া শাখায় দুদক অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। বুধবার সকালে দুদক সমন্বিত বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বাদী হয়ে দুদক কার্যালয়ে তার বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতি করে টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেন। দুদক জানায়, টাকা আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে যমুনা ব্যাংক বগুড়া শাখার ম্যানেজারের বিরুদ্ধে তদন্ত করা হয়। প্রাথমিক তদন্তে এর সত্যতা পাওয়া গেলে তাকে গ্রেফতার ও মামলা করা হয়। দুদকের সহকারী পরিচালক জানান, বিভিন্ন গ্রাহকের হিসাব (এ্যাকাউন্ট) থেকে ম্যানেজার অন্য হিসাবে টাকা স্থানান্তর করে জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাত করেন। এ পর্যন্ত ২২ গ্রাহকের ১২ কোটি ১৬ লাখ টাকা আত্মসাতের তথ্য পাওয়া গেছে। বুধবার তাকে আদালতে সোপর্দ করা হয়। যমুনা ব্যাংকের গ্রেফতারকৃত ম্যানেজার শওগত আরমান ২০১৮ সালে জানুয়ারি থেকে চলতি মাসের ২৩ জুলাই পর্যন্ত বগুড়ায় কর্মরত ছিলেন। এর পর তিনি ঢাকা প্রধান কার্যালয়ে সংযুক্ত হন বলে দুদক জানায়। বগুড়ায় দায়িত্ব পালনকালে ওই টাকা তিনি আত্মসাত করেন বলে দুদক জানায়। মঙ্গলবার রাতে বগুড়া কার্যালয়ে থাকার খবরে দুদক সেখানে অভিযান চালিয়ে গ্রেফতার করে। টেকনাফে ওসির নামে চাঁদাবাজি, আটক তিন স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশের নাম ভাঙ্গিয়ে চাঁদা আদায়ের অভিযোগে এক চৌকিদারসহ তিনজনকে আটক করেছে টেকনাফ মডেল থানা পুলিশ। মঙ্গলবার রাতে থানা পুলিশের একটি দল এ অভিযান চালায়। আটক ব্যক্তিরা হচ্ছে, হ্নীলা লেদা পাড়ার আবু বক্করের পুত্র ফরিদ আলম, মৃত হামিদ আলীর পুত্র আব্দু শুক্কুর এবং আলী হোছনের পুত্র চৌকিদার মোঃ আলম। হ্নীলা পূর্ব পানখালির মাইক্রোবাস চালক নুরুল আমিনের কাছ থেকে উকিল পরিচয়ে হেলাল উদ্দীন নামে এক ব্যক্তি ২ লাখ ৫০ হাজার টাকা চাঁদা আদায় করেছেন বলে অভিযোগ উঠেছে। হেলাল উদ্দীন পশ্চিম পানখালীর মৃত গফুর মিয়ার পুত্র। মঙ্গলবার চাঁদা আদায়ের অভিযোগে থানায় এজাহার দায়ের করেন ভুক্তভোগী নুরুল আমিনের স্ত্রী ছালেহা বেগম। তার স্বামী নুরুল আমিনকে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে ক্রসফায়ার দেয়ার ভয় দেখিয়ে হেলাল উদ্দীন চাঁদা আদায় করেন বলে জানান ছালেহা বেগম।
×