ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খুলনার সাবেক এমপি নুরুল হক আর নেই

প্রকাশিত: ২৩:১৫, ৩০ জুলাই ২০২০

খুলনার সাবেক এমপি নুরুল হক আর নেই

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও প্রবীণ আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট শেখ মোঃ নুরুল হক (৮০) আর নেই। করোনা নেগেটিভ হওয়ার সাতদিন পর বুধবার দুপুর দুটায় ঢাকার একটি বেসরকারী হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ...রাজিউন)। তিনি তিন ছেলে ও এক মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। জানা যায়, গত ৯ জুলাই নুরুল হক করোনায় আক্রান্ত হন। ১০ জুলাই তাকে খুলনায় করোনা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা সঙ্কটাপন্ন হলে ১২ জুলাই তাকে ঢাকায় নিয়ে একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২৩ জুলাই তার নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ আসে। তবে শারীরিক অবস্থা সঙ্কটাপন্ন হওয়ায় তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বুধবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। বৃহস্পতিবার তার মরদেহ খুলনার পাইকগাছার গদাইপুর ইউনিয়নের গ্রামের বাড়িতে নিয়ে আসা হবে। এরপর সেখানে জানাজা শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সাবেক সদস্য ও জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সাবেক সদস্য নুরুল হক খুলনা-৬ আসন (পাইকগাছা-কয়রা) থেকে ১৯৯৬ ও ২০১৪ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। শেখ মোঃ নুরুল হকের মৃত্যুতে খুলনা জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, খুলনার সংসদ সদস্যবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।
×