ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ৩১ আগস্ট পর্যন্ত বাড়ল

প্রকাশিত: ২২:৪১, ৩০ জুলাই ২০২০

শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ৩১ আগস্ট পর্যন্ত বাড়ল

স্টাফ রিপোর্টার ॥ করোনাভাইরাস মহামারীর কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান এমনকি স্কুল-কোচিং সেন্টারও বন্ধ রয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী ৬ আগস্ট পর্যন্ত এসব প্রতিষ্ঠান বন্ধ থাকার কথা ছিল। তবে শিক্ষা প্রতিষ্ঠানের এ ছুটি আগামী ৩১ আগস্ট পর্যন্ত বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এদিকে সকল শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনের নির্দেশনা দেয়া হয়েছে। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ছুটির মেয়াদ বাড়ানোর কথা জানানো হয়েছে। তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি ৩১ আগস্ট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এই সময়ে দেশের প্রাথমিক, মাধ্যমিক, কারিগরি, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়সহ সব রকমের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। কোচিং সেন্টারও বন্ধ থাকবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে পরস্পর আলোচনা করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর আগে করোনা সংক্রমণের প্রেক্ষাপটে ১৭ মার্চ প্রথম শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা আসলেও অন্তত ছয়বার এ বন্ধের মেয়াদ বাড়ান হয়। সর্বশেষ ঘোষণা অনুসারে আগামী ৬ আগস্ট পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছিল। তবে করোনা পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক না হওয়ায় ছুটি আবারও বাড়ান হয়েছে।
×