ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শেয়ারবাজারে সূচক বাড়লেও লেনদেন কমেছে

প্রকাশিত: ২২:১৮, ৩০ জুলাই ২০২০

শেয়ারবাজারে সূচক বাড়লেও লেনদেন কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান মূল্য সূচকের উত্থান হয়েছে। এর মাধ্যমে চলতি সপ্তাহের চার কার্যদিবসেই উর্ধমুখী থাকল শেয়ারবাজার। তবে আগের দিনের মতো এই দিনেও তালিকাভুক্ত সাধারণ বীমা খাতের কোম্পানিগুলো চমক দেখিয়েছে। ঈদ-উল-আজহার আগের সপ্তাহে এভাবে সূচক ও লেনদেন বাড়াকে ইতিবাচকভাবে দেখছেন বাজার বিশ্লেষকরা। তাদের মতে, করোনা নিয়ে জনমনে ভীতি আগের তুলনায় কমেছে। এছাড়া বাজেট পরবর্তী শেয়ারবাজারে নতুন টাকা প্রবাহও বেড়েছে। সকালে শেয়ারবাজারে ইতিবাচক প্রবণতা দিয়ে লেনদেন শুরু হয়। সারাদিন ওঠানামা শেষে মূল্য সূচকের উত্থান হলেও ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের পরিমাণ কিছুটা কমেছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেনের পরিমাণ বেড়েছে। এদিন ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ১৪ পয়েন্ট বেড়ে চার হাজার ১৭১ পয়েন্টে উঠেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক দশমিক ৭৫ পয়েন্ট কমে এক হাজার ৪০১ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই শরিয়াহ দশমিক ৭৯ পয়েন্ট বেড়ে ৯৬৪ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ১২৬ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। এর বিপরীতে কমেছে ৫৮টির। ১৬৯টির দাম অপরিবর্তিত রয়েছে। দিনভর বাজারে লেনদেন হয়েছে ৩৯৯ কোটি ৫২ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৪৪৪ কোটি ৬০ লাখ টাকা। এ হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ৪৫ কোটি আট লাখ টাকা। ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে ইস্টার্ন ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির ১৫ কোটি তিন লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ১৩ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১১ কোটি ৭৯ লাখ টাকা লেনদেনের মাধ্যমে পরের স্থানে রয়েছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স। এছাড়া লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- বেক্সিমকো ফার্মা, সোনার বাংলা ইন্স্যুরেন্স, জেনেক্স ইনফোসিস, ঢাকা ইন্স্যুরেন্স, গ্রামীণফোন, ফাইন ফুডস এবং ব্রিটিশ আমেরিকান টোব্যাকো। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৪০ পয়েন্ট। লেনদেন হয়েছে ১৪ কোটি ২৯ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া ২২০ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৯৩টির, কমেছে ২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১০০টির।
×